Prithvi Shaw: আইপিএলের আগে উদ্বেগে দিল্লি শিবির, ফিটনেস টেস্টে হতশ্রী ফল তারকা ব্যাটারের
IPL 2022: তাঁর ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আইপিএল শুরুর ঠিক আগে নতুন করে উদ্বেগ বাড়ালেন পৃথ্বী শ (Prithvi Shaw)।
বেঙ্গালুরু: তাঁর ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আইপিএল শুরুর ঠিক আগে নতুন করে উদ্বেগ বাড়ালেন পৃথ্বী শ (Prithvi Shaw)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) তারকার রিহ্যাব চলছিল বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA)। সেখানে তিনি ফিটনেস টেস্টে হতশ্রী পারফরম্যান্স করেছে বলে খবর।
জানা গিয়েছে, ইয়ো ইয়ো টেস্টে জঘন্য পারফর্ম করেছেন পৃথ্বী (পৃথ্বী শ)। ইয়ো ইয়ো টেস্টকে এখন ক্রিকেটারদের ফিটনেসের মাপকাঠি হিসাবে ভীষণ গুরুত্ব দেয় বোর্ড। পুরুষ ক্রিকেটারদের জন্য যে পরীক্ষায় পাশ করার মাপকাঠি নির্ধারিত করা হয়েছে ১৬.৫। জানা গিয়েছে, এনসিএ-তে ফিটনেস টেস্টের সময় ইয়ো ইয়োতে পৃথ্বী ১৫ করেছেন।
সংবাদসংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, 'এর মানে এই নয় যে, পৃথ্বীর আইপিএল খেলা আটকে যাবে। ও পরপর তিনটি রঞ্জি ম্যাচ খেলেছে। পরপর ম্যাচ খেললে ক্লান্তি আসেই।'
তবে আইপিএল শুরুর আগে দিল্লি শিবির যে পৃথ্বীর ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় থাকবে, বলার অপেক্ষা রাখে না।
আইপিএল (IPL) শুরু হতে আর দু'সপ্তাহও বাকি নেই। সব দল নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে বড়সড় দুশ্চিন্তা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরেও। ২৭ মার্চ মুম্বই টুর্নামেন্টে নিজেদের প্ৰথম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে। সেই ম্যাচের আগে সম্ভবত ফিট হয়ে উঠতে পারবেন না সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
হাতের হাড়ে চির ধরা পড়েছিল সূর্যকুমারের। সেই চোট এখনও পুরোপুরি সারেনি সূর্যকুমারের। সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, সূর্যকুমার এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ব্যস্ত। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে মুম্বইয়ের প্ৰথম ম্যাচে বিধ্বংসী ব্যাটারের খেলা নিয়ে সংশয় রয়েছে। তাই বোর্ডের মেডিক্যাল টিম তাঁকে আইপিএলের প্ৰথম ম্যাচ খেলা থেকে বিরত থাকার পরামর্শ দিতে পারে।
লঙ্কা-বধে দুরন্ত বোলিং, আইসিসি টেস্ট ক্রমতালিকায় উন্নতি বুমরার ; নামলেন কোহলি