Hardik Pandya: অনুভূতিটাই আলাদা, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে তর সইছে না হার্দিকের
Mumbai Indians: দুই মরশুম পরে এ বারই গুজরাত টাইটান্স ছেড়ে ফের একবার মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন ঘটিয়েছেন হার্দিক পাণ্ড্য।
মুম্বই: ঠিক সপ্তাহখানেকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের (IPL 2023) মহারণ। বিগত দুই মরশুমটা রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জন্য একেবারেই ভাল কাটেনি। এবার ভাগ্যবদলের আশায় মরশুম শুরুর আগে অধিনায়কও বদলে ফেলেছে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি। রোহিতের বদলে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তন ঘটানো হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) হাতে। হার্দিকের মুম্বইয়ের হয়ে মাঠে নামার তর যেন সইছে না।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন হার্দিক পাণ্ড্য। তবে দুই মরশুম গুজরাত টাইটান্সের হয়ে অধিনায়কত্ব করার পর ফের একবার এ মরশুমে তিনি মুম্বইয়ে ফিরেছেন। পল্টনদের হয়ে মাঠে নামার উচ্ছ্বাস প্রকাশ করে মুম্বই ইন্ডিয়ান্সকে এক সাক্ষাৎকারে হার্দিক বলেন, 'এই দলের ব়ং গায়ে চাপানোটা আমার জন্য বিশেষ অনুভূতির। আমার সফরটা এখানেই শুরু হয়েছিল। ঘরে ফিরে আবার খেলতে নামাটা তাই স্পেশাল হতে চলেছে।'
হার্দিকের পাশাপাশি এ মরশুমে প্রত্যাবর্তন ঘটিয়েছেন লাসিথ মালিঙ্গাও। তবে ক্রিকেটার নয়, বোলিং কোচের ভূমিকায়। শ্রীলঙ্কান কিংবদন্তির সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে মুম্বই অধিনায়ক বলেন, 'মালি আমার ভাইয়ের মতো এবং মার্ক (বাউচার, কোচ) দুরন্ত কাজ করেছেন। আমরা নিজেদের ক্রিকেটের মাধ্যমে সকলকে গর্বিত করতে চাই এবং এ মরশুমটাকে সকলের মনে চিরস্মরণীয় করে রাখতে আগ্রহী।'
মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচারও (Mark Boucher) হার্দিকের প্রত্যাবর্তনের অপেক্ষায়। 'ও আমার থেকেও এই সাজঘরকে বেশি ভালভাবে চেনে। এটা অনেকটা বাড়ি ফেরার মতো। সকলের সঙ্গে কিন্তু খুব ভালভাবে মিলেমিশে গিয়েছে ও এবং নতুন মরশুমটা শুরু করতেও মুখিয়ে রয়েছে। ওকে আবার মুম্বইয়ের জার্সিতে মাঠে নামতে এবং ম্যাচ জেতাতে দেখার জন্য আমরা সকলেই মুখিয়ে রয়েছি। ' বলেন প্রাক্তন প্রোটিয়া তারকা।
মুম্বই ইন্ডিয়ান্স হার্দিকেরই প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এ বারের আইপিএল অভিযান শুরু করবে। ২৩ তারিখ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামছে পল্টনরা। মুম্বই ঐতিহাসিকভাবে আইপিএলের শুরুটা মন্থর গতিতে করে। কিন্তু নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে হার্দিক কি প্রথম ম্যাচে জয় এনে দিতে পারবেন? সকলের নজর সেইদিকেই থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: বেজে গিয়েছে আইপিএলের দামামা, আরসিবি শিবিরে যোগ দিলেন আকাশ দীপ, জাডেজা সিএসকেতে