IPL 2022: এবার চ্যাম্পিয়ন গুজরাত, দেখে নিন IPL-র আগের চ্যাম্পিয়নদের
IPL 2022 Final GT vs RR: বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে রবিবার গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ দেখতে কানায় কানায় উপচে পড়ছিল গ্যালারি।
আমদাবাদ: প্রথমবার আইপিএল (IPL) আর ফাইনাল জয়ের মঞ্চেই বাজিমাত গুজরাতের। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) হাত ধরে এ বার আইপিএলের শিরোপা জিতল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। ঘরের মাঠে খেলতে নেমে এক লক্ষের বেশি দর্শকের সামনে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন (Champions) করলেন হার্দিক।
নবীনদের নিয়েই সেরা জয়
গুজরাতকে দল হিসেবে বিবেচনা করে দেখা যায় অখ্যাত মুখদের ভিড়। কিন্তু লড়াইয়ে তাবড় তাবড়দেরও হার মানিয়ে দিয়েছেন তাঁরা। গ্রুপ পর্বের শীর্ষে ওঠার লড়াইও কিন্তু ছিল নজরকাড়া। অন্য দলে যেখানে জনপ্রিয় পরিচিত মুখেরা, সেখানে তরুণ তুর্কীরাও যে কম নয় তা বুঝিয়ে দিলেন শিরোপা জয় করেই।
কীর্তির পুনরাবৃত্তি
তবে আইপিএলের ফাইনাল মনে করিয়ে দেয় ১৫ বছর আগের রাজস্থান রয়্যালসের কীর্তিকে। ২০০৮ সালে প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল শেন ওয়ার্নের রাজস্থান। এক ঝাঁক অচেনা অখ্যাত মুখ নিয়ে প্রথমবারেই বাজিমাত করেছিলেন কিংবদন্তি ওয়ার্ন। সেই ইতিহাসেরই যেন পুনরাবৃত্তি ঘটল রবিবারের রাতে। ১১ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে দিয়ে আইপিএল-এর খেতাব জয় করল গুজরাত টাইটান্স।
আরও পড়ুন, রহমানের গলায় 'জয় হো' শুনে মঞ্চে উঠে এলেন রণবীর, সাক্ষী লক্ষাধিক দর্শক
২০০৮ থেকে চালু হওয়া এই বর্ণাঢ্য এবং ধনাঢ্য ক্রিকেট লিগে এর আগে কোন কোন দল সেরার সেরা হয়েছে তা দেখা নেওয়া যাক এক নজরে-
বছর | বিজেতা |
২০০৮ | রাজস্থান রয়্যালস |
২০০৯ | ডেকান চার্জার্স |
২০১০ | চেন্নাই সুপার কিংস |
২০১১ | চেন্নাই সুপার কিংস |
২০১২ | কলকাতা নাইট রাইডার্স |
২০১৩ | মুম্বই ইন্ডিয়ানস |
২০১৪ | কলকাতা নাইট রাইডার্স |
২০১৫ | মুম্বই ইন্ডিয়ানস |
২০১৬ | সানরাইজার্স হায়দরাবাদ |
২০১৭ | মুম্বই ইন্ডিয়ানস |
২০১৮ | চেন্নাই সুপার কিংস |
২০১৯ | মুম্বই ইন্ডিয়ানস |
২০২০ | মুম্বই ইন্ডিয়ানস |
২০২১ | চেন্নাই সুপার কিংস |
২০২২ | গুজরাত টাইটান্স |
বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে রবিবার গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ দেখতে কানায় কানায় উপচে পড়ছিল গ্যালারি। প্রথমে বল করে রাজস্থানকে ১৩০ রানে গুটিয়ে দেয় গুজরাত। এরপর ব্যাত করতে নেমে ১১ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে আইপিএল খেতাব নেন টাইটানসরা।