IPL 2025: আইপিএলের গণ্ডি পেরিয়ে দেশের জার্সিতে ক্রিকেটের সব ফর্ম্য়াটেই খেলতে চান রঘুবংশী
Angkrish Raghuvanshi: গতবারের চ্য়াম্পিয়নরা এবার আট নম্বরে শেষ করেছে তাঁদের আইপিএল অভিযান। দলের গুরুত্বপূর্ণ সদস্য অঙ্গকৃষ চান দেশের জার্সিতে সব ফর্ম্যাটেই খেলতে।

কলকাতা: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলে নজর কেড়েছেন। বেশ কিছু ম্য়াচে দলের তারকা ব্যাটাররা দ্রুত আউট হলেও মাত্র ১৯ বছরের অঙ্গকৃষের ব্যাটে সম্মান বাঁচিয়েছে কেকেআর। যদিও তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু এই বয়সেই তাঁর ব্যাটিং বিশ্বের তাবড় তাবড় বোলারদের বিরুদ্ধে প্রশংসা কুড়িয়ে নিয়েছে। আইপিএলে এবার কেকেআর ভাল কিছু করতে পারেনি। গতবারের চ্য়াম্পিয়নরা এবার আট নম্বরে শেষ করেছে তাঁদের আইপিএল অভিযান। দলের গুরুত্বপূর্ণ সদস্য অঙ্গকৃষ চান দেশের জার্সিতে সব ফর্ম্যাটেই খেলতে।
২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন রঘুবংশী। সেবার ৬ ম্য়াচে ২৭৮ রান করেছিলেন তিনি। ৩০ লক্ষ টাকায় ২০২৪ সালে প্রথমবার কেকেআর শিবিরে ঢুকেছিলেন অঙ্গকৃষ। সম্প্রতি উইজডেন ডট কমে দেওয়া এক সাক্ষাৎকারে তরুণ এই ব্যাটার বলেছেন, ''আমি দেশের জার্সিতে ক্রিকেটের সব ফর্ম্যাটেই খেলতে চাই। আইপিএলে খেলার অভিজ্ঞতা হয়েছে। এখানে ফাস্ট বোলারদের সামলানো, স্যুইং সামলানো অনেক বেশি চ্যালেঞ্জিং। আমাকে আরও ভাল পারফর্ম করতে হবে। আমি কঠিন অনুশীলন করতে হবে।''
মুম্বইয়ের ছেলে অঙ্গকৃষ স্পিন ভালই খেলেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। ডানহাতি ব্য়াটার বলছেন, ''মুম্বইয়ের পিচ স্পিন সহায়ক উইকেট। তাই আমি এখানে স্পিনের বিরুদ্ধে ব্যাটিংয়ের সুযোগ পাই ভীষণভাবে। বল অত্যন্ত ঘোরে সেখানে। তাই ম্যাচ প্র্যাক্টিস পেয়ে যাই আমি। সূর্যকুমার যাদবের থেকে স্পিন কীভাবে ভালভাবে খেলা যায়, তা শিখতে চাই আরও। কীভাবে ওঁ স্পিনের বিরুদ্ধে খেল, সেই ভিডিও দেখতে থাকি। সূর্যুকুমার যাদব স্পিনের বিরুদ্ধে শুধু খেলেন না, গোটা মাঠজুড়ে খেলেন। আমিও সেভাবেই নিজেকে তৈরি করতে চাই।''
এবারের আইপিএলে কেকেআরের ব্য়াটারদের মধ্য়ে অজিঙ্ক রাহানে সর্বোচ্চ ৩৯০ রান করেছেন। এছাড়া একমাত্র ব্যাটার হিসেবে অঙ্গকৃষ ৩০০ রান পূরণ করেছেন নিজের ঝুলিতে।
এদিকে, সানরাইজার্সের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের সঙ্গে সঙ্গেই প্লে অপের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল কেকেআরের। ম্য়াচের পর রাহানে বলেছিলেন, ''এই মরশুমটা আমাদের জন্য খুব একটা ভাল গেল না। অনেক ম্য়াচে জয়ের কাছে পৌঁছেও আমরা হেরে গিয়েছি। সেই ম্য়াচগুলো যদি জিততে পারতাম, তবে ফল কিন্তু অন্যরকমও হতে পারত। ব্যাটিং ও বোলিং ইউনিট হিসেবে আমরা একেবারেই ধারাবাহিকভাবে ভাল খেলতে পারিনি। তবে এই ফর্ম্য়াটে এমনটা হয়েই থাকে। তাই এই নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না আমরা।''




















