IPL 2025: কবে থেকে শুরু হতে পারে আইপিএল? বোর্ড সূত্র কী বলছে?
IPL Update: আগামী ৩০ মে বা ১ জুন ফাইনাল হতে পারে। যদিও এখনও পর্যন্ত টাটা আইপিএলের তরফে বা বিসিসিআইয়ের তরফে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।

মুম্বই: ফের শুরু হতে চলেছে আইপিএল? সম্ভাবনা প্রবল। সাতদিনের জন্য স্থগিত রাখা হয়েছে আপাতত এবারের আইপিএল। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কিন্তু সূত্রের খবর, আগামী ১৬ অথবা ১৭ মে থেকে ফের শুরু হতে পারে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। সেক্ষেত্রে আগামী ৩০ মে বার ১ জুন ফাইনাল হতে পারে। যদিও এখনও পর্যন্ত টাটা আইপিএলের তরফে বা বিসিসিআইয়ের তরফে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী পঞ্জাব কিংস বাদে বাকি ৯ ফ্র্যাঞ্চাইজিকেই নিজেদের ঘরের মাঠে একত্রিত করার নির্দেশ দিয়েছে। শুধু পঞ্জাব কিংসের ক্ষেত্রে হোমগ্রাউন্ড ধর্মশালায় আর খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। শ্রেয়সদের ঘরের মাঠ চণ্ডীগড় ও ধর্মশালা দুটোই পাক সীমান্ত লাগোয়া। তার জন্য তাঁদের ক্ষেত্রে অন্য মাঠে খেলানো হতে পারে। বাকি তিনটি মাঠেই হয়ত বাদবাকি আইপিএলের ম্য়াচগুলো আয়োজন হতে পারে। চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরুতে খেলা হতে পারে বাকি ম্য়াচগুলো।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'সংঘর্ষ বিরতির আবহে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকারী ও কর্তারা আগামীকাল পরিস্থিতি পর্যালোচনা করবেন। আণরা টুর্নামেন্টের সূচি দেখে আইপিএল শেষ করার সঠিক ও সেরা পথ খুঁজে বার করব। কোথায় ম্যাচ হবে, তা নিয়েও আলোচনা হবে। যে মাঠে ম্যাচ হওয়ার কথা ছিল, সেই মাঠগুলির কথা অবশ্যই পুনর্বিবেচনা করা হবে। দ্রুতই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'
এদিকে, শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণার পর গোটা উপত্যকা জুড়ে খুশির পরিবেশ। আচমকা ৩ ঘণ্টার মধ্যে ডাল লেকে ফের বিস্ফোরণ শুরু।উপতক্যার পরিবেশ ফের বদল হতেই আতঙ্কে এলাকাবাসীরা। আজও এলাকায় ব্ল্যাক আউটের সম্ভাবনা রয়েছে। পশ্চিম সীমান্তে গুজরাতের ভুজের পরিস্থিতি থমথমে। শনিব সংঘর্ষবিরতির পর পুরোপুরি কাটেনি টেনশন। শহরের অধিকাংশ এলাকা ছুটির দিনেও শুনশান, শহরে কড়া পাহারা।
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে, অমৃতসরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আমজনতাকে বাড়ির ভিতরে এবং বারান্দা বা জানলার কাছে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা, অমৃতসর, আম্বালা-সহ সেনা ক্যান্টনমেন্ট এলাকায় বাড়তি নজরদারি শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: মুম্বই বিমানবন্দরে হার্দিকের সঙ্গে এই রহস্যময়ী সুন্দরী কে?




















