Hardik Pandya: মুম্বই বিমানবন্দরে হার্দিকের সঙ্গে এই রহস্যময়ী সুন্দরী কে?
Hardik Pandya-Jasmin Walia: এই পরিস্থিতির মধ্য়েই মুম্বই বিমানবন্দরে দেখা মিলল ২ জনের। বিমানবন্দর থেকে বেরিয়ে হার্দিক যখন অন্য় একটি গাড়িতে উঠে পড়ছেন, তখন দেখা যাচ্ছে জসমিনও অন্য একটি গাড়িতে উঠছেন।

মুম্বই: ফের প্রেমে পড়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)? নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে ডিভোর্সের পর প্রথমবার এক তরুণীর সঙ্গে দেখা গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স অলরাউন্ডারকে। তিনি জসমিন ওয়ালিয়া। ব্রিটিশ সঙ্গীতশিল্পী তিনি। এবার ফের একবার দুজনকে একসঙ্গে দেখা গেল। আইপিএল স্থগিত হওয়ার পর সব ক্রিকেটারই এই মুহূর্তে নিজেদের শহরে ফিরে গিয়েছেন। বিদেশি ক্রিকেটাররাও দেশে ফিরেছেন। এই পরিস্থিতির মধ্য়েই মুম্বই বিমানবন্দরে দেখা মিলল ২ জনের। বিমানবন্দর থেকে বেরিয়ে হার্দিক যখন অন্য় একটি গাড়িতে উঠে পড়ছেন, তখন দেখা যাচ্ছে জসমিনও অন্য একটি গাড়িতে উঠছেন। সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্য প্লেয়ারদের মধ্য়ে তিলক বর্মা, মিচেল স্য়ান্টনার, করবিন বসচরাও। দেখা গেল জসমিনকেও অন্য গাড়িতে উঠে বেরিয়ে যেতে।
View this post on Instagram
এবারের আইপিএল সাতদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে সাম্প্রতিক ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে। গত শুক্রবারই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী পঞ্জাব কিংস বাদে বাকি ৯ ফ্র্যাঞ্চাইজিকেই নিজেদের ঘরের মাঠে একত্রিত করার নির্দেশ দিয়েছে। শুধু পঞ্জাব কিংসের ক্ষেত্রে হোমগ্রাউন্ড ধর্মশালায় আর খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। শ্রেয়সদের ঘরের মাঠ চণ্ডীগড় ও ধর্মশালা দুটোই পাক সীমান্ত লাগোয়া। তার জন্য তাঁদের ক্ষেত্রে অন্য মাঠে খেলানো হতে পারে।
তবে কবে আবার শুরু হবে আইপিএল? ভারতে হবে, নাকি বিদেশে? এ নিয়ে রবিবারই বৈঠক ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'সংঘর্ষ বিরতির আবহে আগামীকাল ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকারী ও কর্তারা আগামীকাল পরিস্থিতি পর্যালোচনা করবেন। আণরা টুর্নামেন্টের সূচি দেখে আইপিএল শেষ করার সঠিক ও সেরা পথ খুঁজে বার করব। কোথায় ম্যাচ হবে, তা নিয়েও আলোচনা হবে। যে মাঠে ম্যাচ হওয়ার কথা ছিল, সেই মাঠগুলির কথা অবশ্যই পুনর্বিবেচনা করা হবে। দ্রুতই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান হাঁকাতেই এই নতুন বিশ্বরেকর্ডের মালিক এখন স্মৃতি




















