IPL 2025: এবারই আইপিএলে বোর্ডে তিনশোর বেশি রান উঠবে? কী জানালেন বোল্ট?
Trent Boult: সেই সময়ই সাংবাদিক বৈঠকে কামিন্স জানিয়েছিলেন যে তাঁদের লক্ষ্যই থাকবে বোর্ডে তিনশোর বেশি রান বোর্ডে তুলে নেওয়া। যদিও চলতি মরশুমে সানরাইজার্সের পরিস্থিতি একেবারেই ভাল নয়।

মুম্বই: এবারের আইপিলে এখনও পর্যন্ত দলীয় সর্বাধিক রান বোর্ডে উঠেছিল সানরাইজার্স বনাম রাজস্থান ম্য়াচে। সেই ম্য়াচে বোর্ডে ২৮৬ রান তুলে নিয়েছিল প্যাট কামিন্সের দল। সেই সময়ই সাংবাদিক বৈঠকে কামিন্স জানিয়েছিলেন যে তাঁদের লক্ষ্যই থাকবে বোর্ডে তিনশোর বেশি রান বোর্ডে তুলে নেওয়া। যদিও চলতি মরশুমে সানরাইজার্সের পরিস্থিতি একেবারেই ভাল নয়। তাঁরা পয়েন্ট টেবিলেও নীচের দিকে রয়েছে। তবে আইপিএলে যে কোনও ম্য়াচেই তিনশো রান বোর্ডে উঠতে পারে বলেই মনে করছেন ট্রেন্ট বোল্ট।
আইপিএলে মোট ৪৫টি ম্য়াচ হয়। তার মধ্য়ে এখনও পর্যন্ত ২৩টি ম্য়াচে দুশোর বেশি রান বোর্ডে উঠেছে। সম্প্রতি জিও হটস্টারে এক সাক্ষাৎকারে বোল্ট বলেন, ''নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি তিনশাে রানও বোর্ডে উঠে যাবে। মাঠের চারধারে বল উড়ে যাবে। চার-ছক্কার ঝড় দেখা যাবে। তবে আমি ব্যক্তিগতভাবে এখনও মনে করি কোনও কোনও প্রান্তে বোলাররা সুবিধে পাবেন। স্যুইংও হবে। আমি একজন বোলার। সেদিক থেকে দেখতে গেলে এটাই বলব যে একজন ব্যাটার যত আক্রমণাত্মক হয়ে চালিয়ে খেলার চেষ্টা করবে, ততই আমাদের সুযোগ তৈরি হবে। নিজের লাইন, লেংথ ঠিক রেখে বোলিং করতে পারলে অবশ্যই বোলাররাও উইকেট তুলতে পারবে ধারাবাহিকভাবে।''
পাওয়ার প্লে-তে উইকেট তুললেও ডেথ ওভারে যথেষ্ট রান খরচ করছেন বোল্ট। ৩৫ বছরের বাঁহাতি তারকা পেসার বলেন, "এই জায়গাটা আমি এখনও ঠিক করার চেষ্টা করে যাচ্ছি। নিজের পরিকল্পনামত বল করার চেষ্টা করছি। বলকে যত বেশি স্যুইং করানোর চেষ্টা করছি। আশা করি ডেথ ওভারেও একই ভাবে সাফল্য পাব।''
এদিকে, রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫৪ রান জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। লখনউয়ের হয়ে মিচেল মার্শ, আয়ুষ বাদোনিরা চেষ্টা করেন বটে, তবে কেউই খুব বড় রান করতে পারেননি। ২১৬ রান তাড়া করে ম্যাচ জয়ের জন্য মার্শদের ইনিংস একেবারেই যথেষ্ট ছিল না। শেষমেশ ১৬১ রানেই থামল লখনউ। টানা পাঁচ ম্যাচ জিতে প্লে-অফের পথে আরও একধাপ এগিয়ে গেল মুম্বই। আর ম্যাচে চার উইকেট নিয়ে বুমরা ফের একবার নিজের কার্যকরীতা বোঝালেন। বোল্ট এই ম্য়াচে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন।
আরও পড়ুন: টস জিতে দিল্লির বিরুদ্ধে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার




















