Ravichandran Ashwin: পুরনো শিবিরে ফিরেই রেকর্ড ভারতীয় কিংবদন্তির, টেক্কা দিলেন এই নাইটকে
CSK vs RCB: আরসিবি ম্যাচে দেবদত্ত পড়িক্কলকে আউট করার পরই এই নজির গড়ে ফেলেন অশ্বিন। এই মুহূর্তে আইপিএলে ১৮২ উইকেটের মালিক কিংবদন্তি প্রাক্তন জাতীয় দলের স্পিনার।

চেন্নাই: হলুদ জার্সিতে ফিরেছেন ১০ বছর পর। এই প্রত্যাবর্তনে দ্বিতীয় ম্যাচেই আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বাধিক উইকেট শিকারি হয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। টেক্কা দিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা স্পিনার অলরাউন্ডার সুনীল নারাইনকে (Sunil Narine)।
আরসিবি ম্যাচে দেবদত্ত পড়িক্কলকে আউট করার পরই এই নজির গড়ে ফেলেন অশ্বিন। এই মুহূর্তে আইপিএলে ১৮২ উইকেটের মালিক কিংবদন্তি প্রাক্তন জাতীয় দলের স্পিনার। কেকেআরের নারাইন ১৮১ নিয়েছেন এখনও পর্যন্ত আইপিএলে। অশ্বিন ২১৪ ম্যাচ খেলে আইপিএলে ২৯.৭৯ গড়ে ১৮২ উইকেট ঝুলিতে পুরেছেন। তাঁর ইকনমি রেট ৭.১৩। ২০১০, ২০১১ মরশুমে আইপিএলে সিএসকের জেতার পেছনে বিরাট অবদান ছিল অশ্বিনের। ২০১৫ সালে শেষবার সিএসকের জার্সিতে খেলেছিলেন অশ্বিন। এরপর তাঁকে ছেড়ে দেয় হলুদ জার্সিধারীরা। মাঝে ২ বছর নির্বাসিত ছিল চেন্নাই শিবির। তবে ২০২৫ নিলামে ফের অশ্বিনকে দলে নিয়েছে সিএসকে। ৯ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে ধোনির ডেরায় ফিরিয়ে এনেছে ম্য়ানেজমেন্ট।
আরসিবির বিরুদ্ধে ম্য়াচে নিজের দ্বিতীয় ওভারেই ফিল সল্টের সামনে পড়ে রীতিমত খেই হারিয়ে ফেলেছিলেন অশ্বিন। সেই ওভারে ইংরেজ তারকা দুটো বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়েছিলন। রজত পাতিদার একবার ১৪ বলে ২৭ রানের মাথায় অশ্বিনের বলে জীবনদানও পেয়েছিলেন। তাঁর ক্যাচ ফেলে দেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। এই ক্যাচটি লুফে নিলে হয়ত অরও একটি উইকেট শিকার হয়ে যেত অশ্বিনের।
এদিকে আরসিবি চেন্নাইকে ৫০ রানের হারানোর সঙ্গে সঙ্গে চিপকে বেশ কয়েকটি নতুন রেকর্ডও হল। ২০১৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যে পাঁচ ম্য়াচ জিতেছে আরসিবি, প্রত্যেক বারই প্রথমে ব্যাটিং করে। এদিনও তাই হল। রানের ব্য়বধানের নিরিখে এটা ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে বড় হার। ৫০ রানে তারা হারল আরসিবির কাছে। এর আগে ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এই মাঠে ৪৬ রানে হেরেছিল সিএসকে। সব মিলিয়ে রানের ব্য়বধানের নিরিখে এটা চেন্নাই সুপার কিংসের তৃতীয় সবচেয়ে বড় হার। ২০১৩ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬০ রানে হারতে হয়েছিল। ২০২২ সালে ব্রেবোর্নে ৫৪ রানে পাঞ্জাব কিংসের কাছে হেরেছিলেন ধোনিরা।
আরও পড়ুন: চিপকে অর্ধশতরান হাঁকাতেই বিরাটের সঙ্গে একই সারিতে নাম লেখালেন অধিনায়ক রজত




















