IPL 2025: আরসিবির হয়ে গলা ফাটাচ্ছেন, মুম্বইয়ে হারানোর জন্য গুজরাত, পঞ্জাবকে কী বার্তা দিচ্ছেন অশ্বিন?
Ravichandran Ashwin: ব্যাটে- বলে -ফিল্ডিংয়ে তিন বিভাগেই দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে আরসিবি। বৃহস্পতিবার পঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চেন্নাই: চতুর্থবারের জন্য আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ২০০৮ সাল থেকে প্রতিবারই এই ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে উন্মাদনা উত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে। কিন্তু কোনওবারই জয় ট্রফি জিততে পারেনি আরসিবি। এবার যদিও বাকি বছরগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী তারা। ব্যাটে- বলে -ফিল্ডিংয়ে তিন বিভাগেই দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে আরসিবি। বৃহস্পতিবার পঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সরাসরি ফাইনালে প্রবেশ করেছে তারা।
প্রাক্তন ভারতীয় স্পিনার ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে খেলা রবিচন্দ্রন অশ্বিনও মনে করেন এবারও আরসিবির ট্রফি জেতা উচিৎ। প্লে অফের অ্য়ানালিসিস করতে এসে অশ্বিন বলেন, ''যদি আরসিবিকে জিততে হয় আইপিএল, তার জন্য গুজরাত টাইটান্সকে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতেই হবে। মুম্বই এমন একটা দল যাদের ফাইনালে পৌঁছতে দেওয়া যাবে না। গুজরাত ও পঞ্জাব কোনও দলকে এই মুম্বইকে আটকাতেই হবে। তবেই একমাত্র আরসিবির সম্ভাবনা রয়েছে এবার ট্রফি জেতার।''
অশ্বিন আরও বলেন, ''আমি যদি আরসিবি দলে থাকতাম আমি অবশ্য়ই চাইতাম গুজরাত টাইটান্স যেন ফাইনাল খেলুক। মুম্বই ইন্ডিয়ান্স কোনওভাবেই ফাইনালে খেলুক আমি চাই না। রজত পাতিদার ও তার দল দুর্দান্ত পারফর্ম করেছে আরসিবি গোটা মরশুম জুড়ে। এই পরিস্থিতিতে আরসিবি এবার ট্রফি জয়ের যোগ্য দাবিদার।''
এদিকে, পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের পর আরসিবি অধিনায়ক রজত পাতিদার জানিয়েছেন, 'শুধু চিন্নাস্বামী নয়, আমরা যেখানেই খেলি না কেন, সব জায়গাই আমাদের হোমগ্রাউন্ড বলে মনে হয়। আমরা আপনাদের অনেক ভালবাসি। এভাবেই আমাদের সমর্থন করতে থাকুন। আর একটা ম্যাচ বাকি, তারপরেই সকলে মিলে একসঙ্গে সেলিব্রেট করব।' ম্যাচের বিষয়ে তাঁর মত, 'আমরা আমাদের পরিকল্পনার দিক থেকে একেবারে ঠিকঠাক ছিলাম। আমরা কী ভাবে বল করব, না করব, তা জানতাম এবং আমার মতে ফাস্ট বোলাররা উইকেটটাকে দারুণভাবে কাজে লাগিয়েছে।'
ম্যাচে আরসিবির হয়ে বল হাতে সুয়াশ শর্মা ও জশ হ্যাজেলউড তিনটি করে উইকেট নেন। ১০১ রানেই গুটিয়ে যায় পঞ্জাব কিংসের ইনিংস। এরপর ব্যাট হাতে দলের জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে অগ্রণী ভূমিকা নেন ফিল সল্ট। ২৭ বলে দুরন্ত ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। ২৩ বলে আইপিএল কেরিয়ারে নিজের দ্রুততম অর্ধশতরানটিও হাঁকান ইংরেজ কিপার-ব্যাটার। আগের মরশুমে কেকেআর তারকা হিসেবে আইপিএল ফাইনালে উঠেছিলেন। না খেললেও কেকেআর ট্রফি জিতেছিল। এবার আরসিবির জার্সিতে ফাইনালে উঠলেন। জিততে পারবেন সল্ট?




















