IPL 2025: লখনউয়ের নেট বোলার ছিলেন, এনগিডির পরিবর্ত এই জিম্বাবোয়ের পেসারকে দলে নিল আরসিবি
IPL 2025 RCB: মুজারাবানি লখনউয়ের নেট বোলার হিসেবে কাজ করেছেন আগে। মোট ৭০টি টি-টোয়েন্টি ম্য়াচে ৭৮ উইকেট ঝুলিতে পুরেছেন। ২১.৭৫ গড়ে বোলিং করেছেন।

বেঙ্গালুরু: আইপিএলে এবার জিম্বাবোয়ের পেসা ব্লেসিং মুজারাবানি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে খেলার জন্য আইপিএলে লিগ পর্বে আরসিবি শেষ ম্য়াচে পাওয়া যাবে না লুঙ্গি এনগিডিকে। তাঁর পরিবর্ত হিসেবেই ব্লেসিং মুজারাবানিকে দলে নিল আরসিবি। ৭৫ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়ছে আরসিবি।
আরসিবি তাঁদের পরবর্তী ম্যাচে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। নিজেদের ঘরের মাঠেই চিন্নাস্বামীতে খেলতে নামবে রজত পাতিদারের দল। সেই ম্য়াচে পাওয়া যাবে এনগিডিকে। কিন্তু এরপরই দক্ষিণ আফ্রিকা উড়ে যাবেন ডানহাতি প্রোটিয়া পেসার। মুজারাবানি এই মুহূর্তে জিম্বাবোয়ের টেস্ট স্কোয়াডের সদস্য। আগামী ২২ মে থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড ও জিম্বাবোয়ে টেস্ট ম্য়াচ। সেই ম্য়াচের পরই আরসিবি ক্যাম্পে যোগ দেবেন মুজারাবানি। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে আগামী ২৭ মে খেলতে নামবে আরসিবি।
মুজারাবানি লখনউয়ের নেট বোলার হিসেবে কাজ করেছেন আগে। মোট ৭০টি টি-টোয়েন্টি ম্য়াচে ৭৮ উইকেট ঝুলিতে পুরেছেন। ২১.৭৫ গড়ে বোলিং করেছেন। ইকনমি রেট সাতের একটু বেশি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সবরকম ম্য়াচে খেলে ১১৪ ম্যাচে ১২৭ উইকেট নিয়েছেন। এছাড়াও ১২টি টেস্ট ও ৫৫টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। ভারতের বিরুদ্ধে ৬টি টি-টোয়েন্টিতে ৭ উইকেট নিয়েছেন।
ফ্র্যাঞ্চাইজি লিগে অগাধ অভিজ্ঞতা রয়েছে ব্লেসিং মুজারাবানির। ILT20-তে গলফ জায়ান্টসের হয়ে খেলতে নেমে ২২ উইকেট নিয়েছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুটো দলের জার্সিতে খেলেছেন। পিএসএলে মুলতান সুলতানের হয়ে খেলেছেন।
এদিকে, শনিবার কেকেআর বনাম আরসিবি ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় আরসিবির প্লে অফে যাওয়া নিশ্চিত হয়ে যায়। গতকাল গুজরাত দিল্লিকে হারানোর সঙ্গে সঙ্গে আর রাজস্থানকে পাঞ্জাব হারিয়ে দেওয়ায় বিরাটদের পথ আরও সুগম হয়ে ওঠে। আরসিবির ক্ষেত্রে ছবিটা কিন্তু এবারে সম্পূর্ণ ভিন্ন। আট ম্যাচ জিতে প্লে-অফের দোরগোড়ায় ছিল আরসিবি। এই ম্যাচে এক পয়েন্ট পেয়ে গুজরাত টাইটান্সকে টপকে লিগ তালিকায় একেবারে শীর্ষে পৌঁছে গেল তাঁরা। বিরাট কোহলিদের প্লে-অফ নিশ্চিত।
গত শনিবার বৃষ্টির আশঙ্কা ছিলই। শনিবার সন্ধ্যা থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে বেঙ্গালুরুতে। টস পিছিয়ে যায়। তবু মনে করা হয়েছিল যে, বৃষ্টি থামলে ম্যাচ শুরু করা যাবে। চিন্নাস্বামী স্টেডিয়ামের জল নিষ্কাশনী ব্যবস্থা বিশ্বমানের। বৃষ্টি থামলে ৪০-৪৫ মিনিটের মধ্যে খেলা শুরু করে দেওয়া সম্ভব। আইপিএলের নিয়ম হচ্ছে, বৃষ্টিতে টসও না করা গেলে ম্যাচ শুরুর জন্য সর্বোচ্চ রাত ১০টা ৫৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করা যায়। সেক্ষেত্রে ৫ ওভার করে দুই ইনিংসের ম্যাচ হয়। কিন্তু তার জন্য রাত ১০.৪০ মিনিটে টস করতে হয়। শনিবার রাত ১০.২৩ মিনিটেও যখন বেঙ্গালুরুতে বৃষ্টি থামল না, তখনই ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।




















