LSG vs CSK Live: লখনউয়ে ধোনির ব্যাটে ঝড়, পন্থদের হারিয়ে আইপিএলে দ্বিতীয় জয় সিএসকের
IPL 2025: আজ ঘরের মাঠে লখনউ সুপারজায়ান্টস মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংসের। গুরু-শিষ্যের লড়াইয়ে কে শেষ হাসি হাসবেন?

Background
চলতি আইপিএলে দুই প্রান্তে রয়েছেন ধোনি ও পন্থ। প্রথমত, ধোনির নেতৃত্ব দেওয়ারই কথা নয়। তবে চেন্নাই সুপার কিংসের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে ফের চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়ভার এসেছে ধোনির কাঁধে। ফের মাঠে দেখা যাচ্ছে ক্যাপ্টেন কুলকে।
অন্য দিকে, টানা তিন ম্যাচ জিতে চনমনে লখনউ সুপার জায়ান্টস শিবির। সেখানে আইপিএলের ইতিহাসে এই প্রথম টানা পাঁচ ম্যাচ হেরে নামছে চেন্নাই সুপার কিংস। ধোনি অধিনায়ক হয়ে ফেরার পরেও ভাগ্য ফেরেনি। দুই রাত আগেই কলকাতা নাইট রাইডার্সের কাছে নিজেদের ডেরায় ৫৯ বল বাকি থাকতে ম্যাচ হারতে হয়েছে সিএসকে-কে।
লখনও চলতি আইপিএলে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটছে। তরুণ দিগ্বেশ সিংহ রাঠিকে খেলিয়ে হইচই ফেলে দিয়েছে লখনউ। শুধু নোটবুক সেলিব্রেশনের জন্যই নয়, রাঠি নিজের বোলিং, বিশেষ করে ক্যারম বল দিয়েও নজর কেড়ে নিয়েছেন। অন্যদিকে চেন্নাই কৌশলের দিক থেকে পুরনোপন্থী। নতুন কোনও পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যাচ্ছে না ধোনিদের দলকে।
টানা তিন ম্যাচে পাওয়ার প্লে-তে কোনও উইকেট হারায়নি লখনউ। যা তাদের ইনিংসের ভিত গড়ে দিচ্ছে। নিকোলাস পুরান একাই মেরেছেন ৩১টি ছক্কা। যেখানে গোটা সিএসকে দল মিলে মেরেছে ৩২ ছক্কা।
LSG vs CSK Live Score: জয় সিএসকের
ধোনি-দুবের পার্টনারশিপে আইপিএলে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস। তাঁরা হারিয়ে দিল লখনউ সুপারজায়ান্টসকে।
LSG vs CSK Live: ঝােড়ো ব্য়াটিং ধোনির
১১ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস ধোনির ব্যাটে। ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকালেন মাহি।




















