Virat Kohli: ধোনির ডেরায়ও বিরাট উন্মাদনা, কোহলিকে দেখতেই চলল দেদার সেলফি, অটোগ্রাফের আবদার
IPL 2025: চিপকে অনুশীলন সারছেন বিরাটরা। সেখানেই কোহলিকে দেখেই সমর্থকদের সেলফি, অটোগ্রাফের দেদার আব্দার চলল। ধোনির ডেরায় বিরাট উন্মাদনা কিন্তু বেশ দেখার মত।

চেন্নাই: তাঁকে ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। আইপিএলের প্রথম ম্য়াচেই তাঁর একটি নিদর্শন মিলেছে। ইডেনে কেকেআরের বিরুদ্ধে ব্যাটিং করার সময় এক ক্রিকেট সমর্থক নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে পৌঁছে গিয়েছিলেন বিরাটের কাছে। হোমগ্রাউন্ড তো অবশ্যই, এমনকী দেশের সব মাঠেই যে বিরাটপ্রেমীদের বিশাল ভিড় লেগেই থাকে, তা বোঝা গেল চেন্নাইয়েও। সিএসকের বিরুদ্ধে আরসিবির আগামী ম্য়াচ। তার আগেই চিপকে অনুশীলন সারছেন বিরাটরা। সেখানেই কোহলিকে দেখেই সমর্থকদের সেলফি, অটোগ্রাফের দেদার আব্দার চলল। ধোনির ডেরায় বিরাট উন্মাদনা কিন্তু বেশ দেখার মত।
চিপকে অনুশীলনের পরই একদল সমর্থকের দিকে এগিয়ে আসেন বিরাট। সেখান থেকেই টানা বিরাটের উদ্দেশে ভালবাসার বার্তা দিচ্ছিলেন সবাই। তাঁদের সবার আর্জি ছিল বিরাট যেন তাঁদের দিকে এগিয়ে এসে তাঁদের সঙ্গে ছবি তোলেন, অনেকে তো অটোগ্রাফের আব্দারও রাখেন। কোহলিকে কাউকেই হতাশ করেননি। প্রত্যেকের সঙ্গে ছবি তোলেন। অনেক খুদের টি-শার্টে নিজের নাম সই করে দেন। অনেকে ডায়েরির পাতায় বিরাটের অটোগ্রাফ নিয়ে রাখেন।
শুক্রবার চেন্নাই ও আরসিবি মুখোমুখি হতে চলেছে। নিঃসন্দেহে এই ম্য়াচের একমাত্র আকর্ষণ হতে চলেছে ধোনি ও বিরাট। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ২ টো চরিত্র। প্রাক্তন ভারতীয় ওপেনার নভজ্যোৎ সিংহ সিঁধু বলছেন, ''সবাই ওঁদের আইকন বলেন। আমি ওঁদের প্রতিষ্ঠান বলব। প্রজন্মের পর প্রজন্ম বিরাট ও ধোনির নাম রয়েই যাবে। ওঁরা ক্রিকেটে যা দিয়েছে। তা সত্যিই ভাষায় প্রকাশ করা মুশকিল। ধোনির স্টাম্পের পেছনের কার্যকলাপ তো বিশ্বখ্যাত। ওঁর মত আর কেউ হবে না।''
কেকেআর বনাম আরসিবি ম্য়াচে কোহলির ব্যাটিং করার সময় তৈরি হল এক নাটকীয় মুহূর্তও। আরসিবি ইনিংসের তখন ১৩তম ওভার। ম্যাচ কার্যত কেকেআরের হাতের বাইরে। বল করছিলেন হর্ষিত রানা। সেই হর্ষিত, গত আইপিএলে কেকেআরের জার্সিতে যিনি নজর কেড়ে নিয়েছিলেন। যা তাঁর সামনে জাতীয় দলের দরজাও খুলে দিয়েছিল।
সেই হর্ষিতের পঞ্চম বলে বাউন্ডারি মারলেন কোহলি। পূর্ণ করলেন হাফসেঞ্চুরি। আইপিএলে তাঁর ৫৬তম হাফসেঞ্চুরি। ঠিক সেই সময়ই হাই কোর্ট প্রান্তের জি ব্লক থেকে দেখা গেল এক তরুণ লোহার ব্যারিকেড টপকে মাঠে প্রবেশ করেছেন। পরনে টি শার্ট ও ট্রাউজার্স। মাঠে আরসিবির ব্যান্ডানা। মাঠে ঢুকেই দৌড় শুরু করলেন। উদ্দেশ্য কোহলি। সোজা দৌড়ে গিয়ে কোহলির পায়ে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। যেন প্রিয় নায়ককে কাছ থেকে দেখে মন্ত্রমুগ্ধ। তারপরই জড়িয়ে ধরলেন কোহলিকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
