ISL: এই নিয়ে টানা তিনবার, আপুইয়ার গোলে আইএসএল ফাইনালে মোহনবাগান
Mohun Bagan Supergints vs Jamshedpur FC: সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরের কাছে ১-২ গোলে হেরেছিল সবুজ-মেরুন বাহিনী। সেই হারও ছিল হাভিয়ে হার্নান্ডেজের শেষ মুহূর্তের গোলে।

কলকাতা: রবিবার রাতে যে ভাবে শেষ মুহূর্তে গোল করে বেঙ্গালুরু এফসি-কে আইএসএল ফাইনালে তুলেছিলেন সুনীল ছেত্রী, সোমবার ঠিক সেভাবেই শেষ মুহূর্তের গোলে শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Supergiants vs Jamshedpur FC) ফাইনালে তুললেন তাদের ২৪ বছর বয়সী মিজো মিডফিল্ডার লালেঙমাউইয়া রালতে, ভারতীয় ফুটবলে যিনি জনপ্রিয় আপুইয়া নামে।
সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরের কাছে ১-২ গোলে হেরেছিল সবুজ-মেরুন বাহিনী। সেই হারও ছিল হাভিয়ে হার্নান্ডেজের শেষ মুহূর্তের গোলে। ফলে ঘরের মাঠে দ্বিতীয় লেগ থেকে ফাইনালে উঠতে অন্তত দু’গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল টানা দু’বারের শিল্ডজয়ীদের। সেই ২-০-র ব্যবধানেই জিতে ফাইনালে পৌঁছে গেল তারা। আগামী শনিবার ফাইনালে তাদের মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি। গত বার শিল্ড জেতার পরেও নক আউট ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে গিয়েছিল সবুজ-মেরুন বাহিনী। এ বার ফের আইএসএলের ইতিহাসে জোড়া খেতাব জয়ের সুযোগ এসে গিয়েছে তাদের সামনে।
এ দিন শুরু থেকেই প্রতিপক্ষকে প্রবল চাপে রেখেও ৫০ মিনিট পর্যন্ত গোলের দরজা খুলতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট। ৫০ মিনিটের মাথায় নিজেদের বক্সের মধ্যে বলে হাত ছুঁইয়ে ফেলেন জামশেদপুরের ডিফেন্ডার প্রণয় হালদার। এই হ্যান্ডবলের ফলে পাওয়া পেনাল্টি থেকে প্রথম লক গেট খোলেন অস্ট্রেলীয় স্ট্রাইকার জেসন কামিংস। এই গোলের পরে ফের যখন নিজেদের গোলের সামনে সারাক্ষণ দেওয়াল তুলে রাখে জামশেদপুর এফসি, কলকাতার দল এক গোলে এগিয়ে থাকায় যখন খেলা অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই সংযুক্ত সময়ে অসাধারণ ও বিশ্বমানের গোল করে দলকে ফাইনালে দেন আপুইয়া।
View this post on Instagram
এই নিয়ে চলতি মরশুমে টানা ১২টি হোম ম্যাচ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট, যা আইএসএলের ইতিহাসে এক অনন্য নজির। এই নিয়ে চতুর্থবার আইএসএলের ফাইনালে উঠল তারা। ২০২২-২৩ মরশুমে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে ককাপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ২০২০-২১-এ মুম্বই সিটি এফসি-র কাছে হেরে রানার্স আপ হয়েছিল তারা। গতবার মুম্বইয়ের কাছেই হার মানতে হয়েছিল। এ বার ২০২২-২৩ ফাইনালের রিপ্লে হতে চলেছে আগামী শনিবার।




















