এক্সপ্লোর
আইপিএল ফাইনালে দিল্লির বিরুদ্ধে রোহিতদেরই ফেভারিট বেছে নিচ্ছেন বিশেষজ্ঞরা
করোনা আবহে দুবাইয়ে শুরু হয়েছিল এ বছরের আইপিএল। আর, মঙ্গলবার সেই টুর্নামেন্টের চূড়ান্ত ক্লাইম্যাক্স। ফাইনালে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দু’টো দল। তবে, খাতায় কলমে হোক বা ধারাবাহিকতায়, ফেভারিট নিঃসন্দেহে রোহিতের মুম্বই। খেতাব ধরে রাখার লক্ষ্যে ঝাঁপাবে যারা। ২০১৩, ১৫, ১৭ ও ১৯-এর পর পঞ্চমবার আইপিএল খেতাব জিতে ইতিহাস গড়ার হাতছানি।

দুবাই: মঙ্গলবার দুবাইয়ে আইপিএলের গ্র্যান্ড ফিনালে। ফাইনালে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস। পঞ্চমবার আইপিএল খেতাবের লক্ষ্যে এগোচ্ছে রোহিত শর্মার ব্রিগেড। বিশেষজ্ঞদের ফেভারিট মুম্বই। করোনা আবহে দুবাইয়ে শুরু হয়েছিল এ বছরের আইপিএল। আর, মঙ্গলবার সেই টুর্নামেন্টের চূড়ান্ত ক্লাইম্যাক্স। ফাইনালে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দু’টো দল। তবে, খাতায় কলমে হোক বা ধারাবাহিকতায়, ফেভারিট নিঃসন্দেহে রোহিতের মুম্বই। খেতাব ধরে রাখার লক্ষ্যে ঝাঁপাবে যারা। ২০১৩, ১৫, ১৭ ও ১৯-এর পর পঞ্চমবার আইপিএল খেতাব জিতে ইতিহাস গড়ার হাতছানি। ভারসাম্যই গোটা দলটার মূলধন। কুইন্টন ডি’কক থেকে কায়রন পোলার্ড, যশপ্রীত বুমরাহ বা ইশান কিষান, ব্যাটিং, বোলিং কী ফিল্ডিং, প্রতিটি বিভাগেই এগিয়ে ব্লু আর্মি, বলছেন বিশেষজ্ঞদের একাংশ। প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘মুম্বই ফেভারিট। গত ম্যাচগুলো দেখে মনে হয়েছে, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তিন বিভাগেই এগিয়ে। টিমটার ৭, ৮ নম্বরে যে ব্যাটিং করতে নামবে, তারাও ম্যাচ বের করতে পারে।’ মুম্বই ইন্ডিয়ান্স দলে তারকার ছড়াছড়ি, রয়েছেন বহু তরুণ প্রতিভা। একাধিক ক্রিকেটারই হয়ে উঠতে পারেন গেমচেঞ্জার। প্রথম কোয়ালিফায়ারেও টিম মুম্বইয়ের ব্যক্তিগত প্রতিভা ও দলগত সংহতির যুগলবন্দির কাছেই হার মানতে হয়েছিল দিল্লিকে। ফাইনালেও কি তারই অ্যাকশন রিপ্লে? একমাত্র আইপিএল ফ্র্যাঞ্চাইজি হিসেবে কি পঞ্চমবার খেতাব জিতবেন রোহিতরা? উত্তরটা মিলবে মঙ্গলবার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন




















