IPL 2021 Auction: আইপিএল নিলামে উঠছেন ১০৯৭ ক্রিকেটার, নজরে কারা?
আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে বসছে ১৪তম আইপিএলের জন্য ক্রিকেটারদের নিলাম। ৮১৪ জন ভারতীয় ও ২৮৩ জন বিদেশি ক্রিকেটার, সব মিলিয়ে ১০৯৭ জন ক্রিকেটার নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। আগ্রহের কেন্দ্রে রয়েছেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলের মতো বড় নাম। পাশাপাশি নির্বাসন কাটিয়ে নিলামে উঠতে চলেছেন শান্তাকুমারন শ্রীসন্থ। নিলামে উঠবেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান।
কলকাতা: আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে বসছে ১৪তম আইপিএলের জন্য ক্রিকেটারদের নিলাম। ৮১৪ জন ভারতীয় ও ২৮৩ জন বিদেশি ক্রিকেটার, সব মিলিয়ে ১০৯৭ জন ক্রিকেটার নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। আগ্রহের কেন্দ্রে রয়েছেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলের মতো বড় নাম। পাশাপাশি নির্বাসন কাটিয়ে নিলামে উঠতে চলেছেন শান্তাকুমারন শ্রীসন্থ। নিলামে উঠবেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। গড়াপেটার প্রস্তাবের খবর গোপন করায় যিনি নির্বাসিত হয়েছিলেন এবং সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। সকলের নজর থাকবে অর্জুন তেন্ডুলকরের ওপরেও। এই প্রথমবার আইপিএলের নিলামে উঠবেন সচিন-পুত্র। মুম্বই ইন্ডিয়ান্স কি তাঁকে দলে নেবে, দেখার অপেক্ষায় সকলে। আসুন দেখে জেনে নেওয়া যাক আইপিএল নিলামের হাল হকিকত।
২০৭ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা, ৮৬৩ জন ঘরোয়া ও ২৭ জন অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটার নিলামে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা ২১ জন ভারতীয় ও ১৮৬ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন তালিকায়। ইতিমধ্যেই আইপিএল খেলে ফেলেছেন, এরকম ৫০ জন ভারতীয় ঘরোয়া ক্রিকেটার ও ২ জন বিদেশি আনক্যাপড ক্রিকেটার রয়েছেন তালিকায়। এখনও আইপিএল খেলেননি এমন ৭৪৩ জন ভারতীয় ক্রিকেটার ও ৬৮ জন বিদেশি আনক্যাপড ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন।
বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ওয়েস্ট ইন্ডিজের ৫৬ জন ক্রিকেটার রয়েছেন নিলাম তালিকায়। এছাড়া অস্ট্রেলিয়ার ৪২, দক্ষিণ আফ্রিকার ৩৮, শ্রীলঙ্কার ৩১, আফগানিস্তানের ৩০, নিউজিল্যান্ডের ২৯, ইংল্যান্ডের ২১, সংযুক্ত আরব আমিরশাহির ৯, নেপালের ৮, স্কটল্যান্ডের ৭, বাংলাদেশের ৫, জিম্বাবোয়ের ২, আমেরিকার ২, আয়ার্ল্যান্ডের ২ এবং নেদারল্যান্ডসের ১ জন ক্রিকেটার রয়েছেন নিলামের তালিকায়।
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, যদি সবকটি ফ্র্যাঞ্চাইজি ২৫ জন ক্রিকেটারকে নিয়ে দল গড়ে, তাহলে মোট ৬১ জন ক্রিকেটারের জন্য আইপিএলের দরজা খুলে যেতে পারে। যাঁদের মধ্যে ২২ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন।