MI on IPL 2021: আইপিএলে অভিষেকের আগেই ছিটকে গেলেন সচিন পুত্র অর্জুন
MI on IPL 2021: বাঁহাতি এই তরুণ পেসার কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন। কিন্তু মূলত কি চোট পেয়েছেন অর্জুন তা এখনও জানা যায়নি নিশ্চিতভাবে।
দুবাই: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে রয়েছেন অর্জুন তেন্ডুলকর। তাঁকে নিলামে তুলে নিয়েছে মুম্বই। বাবার মতোই স্বপ্ন দেখছিলেন যে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক করবেন আইপিএলের ২২ গজে। কিন্তু সেই অপেক্ষা আপাতত বাড়ল সচিন পুত্রের। চোটের জন্য চলতি মরসুম থেকে ছিটকে গেলেন অর্জুন তেন্ডুলকর। তাঁর বদলি হিসেবে মুম্বই দলে নিয়েছে সিমরনজিৎ সিংহকে। মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, 'মুম্বই ইন্ডিয়ান্স তাদের স্কোয়াডে সিমরনজিৎ সিংহকে নিযুক্ত করেছে। চোট পেয়ে ছিটকে যাওয়া অর্জুন তেন্ডুলকরের বদলি হিসেবে সিমরনজিৎকে চলতি আইপিএলে বাকি টুর্নামেন্টের জন্য মুম্বই স্কোয়াডে নেওয়া হয়েছে।' বাঁহাতি এই তরুণ পেসার কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন। কিন্তু মূলত কি চোট পেয়েছেন অর্জুন তা এখনও জানা যায়নি নিশ্চিতভাবে।
চলতি বছরের শুরুতে আইপিএলের নিলাম পর্বে মুম্বই ইন্ডিয়ান্স ২০ লক্ষ টাকায় দলে নেয় অর্জুন তেন্ডুলকরকে। মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতেও মুম্বই দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে ২ টো ম্যাচ খেলেছিলেন অর্জুন। বাবার ব্যাটসম্যান হলেও সচিনের ছেলে অর্জুন একজন অলরাউন্ডার। আইপিএলে এবার নেটেও বেশ ছন্দেই দেখা গিয়েছিল তাঁকে। সচিন এই মুহূর্তে মুম্বই শিবিরের মেন্টর। ফলে বাবা-ছেলের যুগলবন্দী আগ্রহ বাড়িয়েছিল মুম্বই সমর্থকদেরও। কিন্তু মাঠে নামার অপেক্ষা আরও বেড়ে গেল অর্জুনের।
এদিকে গতকালই আইপিএলের অন্যতম রোমাঞ্চকর একটি লো স্কোরিং ম্যাচে সেই লক্ষ্য সফলভাবে তাড়া করে জয় পেল মুম্বই। নেপথ্যে, পঞ্জাব কিংসের হতশ্রী ফিল্ডিং। যে দুজন মঙ্গলবার মুম্বইয়ের দিকে ম্যাচ ঘোরালেন, সেই হার্দিক পাণ্ড্য এবং কায়রন পোলার্ড, দুজনেরই ক্যাচ ফেললেন পঞ্জাব ক্রিকেটারেরা। হার্দিকের সহজ ক্যাচ ফেলে দেন হরপ্রীত ব্রার। হার্দিকের রান তখন মাত্র ৮। শেষ পর্যন্ত ৩০ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে মুম্বইয়ের জয়ের রাস্তা তৈরি করে দিলেন হার্দিকই। ৭ বলে ১৫ রান করে অপরাজিত রইলেন পোলার্ড। এক ওভার বাকি থাকতে ম্যাচ বার করে নিল মুম্বই। জিতল ৬ উইকেটে।
মঙ্গলবার বড় রান পাননি পঞ্জাব অধিনায়ক রাহুল। ইনিংস ওপেন করতে নেমে ২২ বলে ২১ রান করেন। অন্য ওপেনার মনদীপ সিংহ ১৪ বলে ১৫ রান করেন। ক্রিস গেল প্রথম একাদশে সুযোগ পেলেও রান পাননি। ৪ বলে মাত্র ১ রান করে ফেরেন। পঞ্জাব ইনিংসকে টানলেন এইডেন মারক্রাম। ২৯ বলে ৪২ রান করে তিনিই সেরা স্কোরার। শেষ দিকে দীপক হুডা ২৬ বলে ২৮ রান করেন। নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব তোলে ১৩৫/৬। মুম্বই বোলারদের মধ্যে সফল যশপ্রীত বুমরা ও কায়রন পোলার্ড। দুজনই দুটি করে উইকেট নেন। জিতে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এল মুম্বই। ১১ ম্যাচে রোহিত শর্মাদের পয়েন্ট হল ১০। সমসংখ্যক ম্যাচে পঞ্জাবের পয়েন্ট ৮।