Hardik Pandya on IPL: হার্দিকের কাছে আছে একটা 'গোপন বাক্স', জানেন কী আছে তাতে?
হার্দিক একটি বড় নীল রংয়ের ব্য়াগ টেনে বার করেন। তারপর তিনি বলেন...
মুম্বই: তাঁকে অনেকে কপিল দেবের উত্তরসূরি বলে থাকেন। জাতীয় দলের অন্য়তম ভরসা। যাঁর উত্থান আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে খেলে। রোহিত শর্মার অন্যতম সেরা অস্ত্র। সেই হার্দিক পাণ্ড্য জানালেন, তাঁর সংগ্রহে একটি গোপন বাক্স রয়েছে। সেটা সঙ্গে নিয়েই যে কোনও টুর্নামেন্টে খেলতে যান। আইপিএলও ব্য়তিক্রম নয়। বঢোদরার অলরাউন্ডার সেই গোপন বাক্স নিয়েই ঘুরছেন।
কী আছে সেই বাক্সে? সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানে হার্দিক নিজেই ফাঁস করেন তাঁর গোপন সংগ্রহের হদিশ।
হার্দিক একটি বড় নীল রংয়ের ব্য়াগ টেনে বার করেন। তারপর তিনি বলেন, 'এটা আমার গোপন বাক্স।' বলেই চেন টেনে খুলে ফেলেন বাক্সটি।
কী রয়েছে সেই নীল বাক্সে? সার দিয়ে সাজানো ব্যাট। কতগুলি? হার্দিক বলছেন, 'মনে হয় আমার ১৫টি ব্যাট রয়েছে।' এরপর হার্দিক জানান তাঁর একটি কুসংস্কারের কথাও। বলেন, 'আমি প্রায় প্রত্যেক ইনিংস এক একটা আলাদা ব্যাট নিয়ে খেলি। এটা আমার বিশ্বাস থেকে করা।'
মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার এরপর যোগ করেন, 'আমি ব্যাট নিয়ে খেলার মাঝে পরীক্ষা নিরীক্ষা করি। অনেকেই আছে যারা ব্য়াটের ব্যাপারে ভীষণ সব সংস্কার মেনে চলে। তবে আমার অতটা অন্ধবিশ্বাসের ব্যাপার নেই। ব্যাট তো ব্যাটই। ভাল ব্যাট মানে ভাল ব্যাট। তবে অনেকে আছে যারা কোনও ব্যাটে রান পেলে সেই ব্যাটেই খেলে যায়। আমার সেসব বিশ্বাস নেই। এ ব্যাপারে আমি অন্যদের চেয়ে কম কুসংস্কার মেনে চলতে পছন্দ করি। হিন্দিতে একটা কথা আছে। টোটকা। সেসবে আমি বিশ্বাস করি না। কোনও নির্দিষ্ট ব্যাট নিয়ে নামার ব্য়াপার আমার মধ্যে নেই। আমার যে ব্যাটগুলো আছে তার মধ্যে থেকে একটা পেলেই হল। আর সেই জন্য় আমি ব্যাট পরীক্ষা করি সব সময়। যাতে যে ব্যাট নিয়েই নামি না কেন সমস্যা না হয়।'