(Source: ECI/ABP News/ABP Majha)
Morgan on IPL: টি-টোয়েন্টি মানে শুধু চার-ছক্কার খেলা নয়, মন্থর পিচ নিয়ে প্রতিক্রিয়া মর্গ্যানের
রবিবারের বিজয়ী অধিনায়ক অইন মর্গ্যান (Eoin Morgan) পিচ নিয়ে বিতর্ক বাড়াতে নারাজ। বরং তাঁর মতে, পিচের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে ভারসাম্য ফিরছে।
কলকাতা: আইপিএল যত শেষ ল্যাপের দিকে এগোচ্ছে, প্রশ্ন উঠছে সংযুক্ত আরব আমিরশাহির উইকেটের মান নিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটকে বলা হয় চার-ছক্কার খেলা। যেখানে ব্যাটারদের হাতে থাকে ম্যাচের ভবিষ্যৎ। কিন্তু মরুদেশে এবার বেশিরভাগ ম্যাচই হচ্ছে লো স্কোরিং। রবিবার কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও যার অন্যথা হল না। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তুলল ১১৫। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে কষ্ট করেই জিততে হল কেকেআরকে। ম্যাচের পর অনেকেই প্রশ্ন তুললেন দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজ নিয়ে।
যদিও রবিবারের বিজয়ী অধিনায়ক পিচ নিয়ে বিতর্ক বাড়াতে নারাজ। বরং তাঁর মতে, পিচের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে ভারসাম্য ফিরছে। কেকেআরের ৬ উইকেটে জয়ের পর অইন মর্গ্যানকে (Eoin Morgan) প্রশ্ন করা হয়েছিল, এই ধরনের পিচ, যেখানে বল পড়ে থমকে আসছে, তাতে খেলে টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্দেশ্য পূরণ হচ্ছে কি না। এবিপি লাইভকে জুম কলে নাইট নেতা বললেন, 'টি-টোয়েন্টি ক্রিকেট মানে বিনোদন। যেখানে দুই দলের ক্রিকেটারেরা জেতার জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাবে। টি-টোয়েন্টি ক্রিকেট মানে মোটেই ব্যাটারদের দুনিয়া নয়, চার-ছক্কার খেলা নয়। বরং এই ধরনের পিচ বোলারদেরও রসদ দিচ্ছে। খেলায় ভারসাম্য ফিরছে। বোলাররাও ম্যাচে প্রভাব বিস্তার করছে।'
দলের মালিকের ছেলে মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার দিনই আইপিএলে স্বস্তি কলকাতা নাইট রাইডার্স শিবিরে। সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল কেকেআর।
আর সেই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন শুভমন গিল। ইনিংস ওপেন করতে নেমে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত কঠিন পিচে ৫১ বলে ৫৭ রান করে আউট হন গিল। ম্যাচ ততক্ষণে কেকেআরের নাগালে। শুভমন ছাড়াও চাপের মুখে ৩৩ বলে গুরুত্বপূর্ণ ২৫ রান করেন নীতিশ রানা। ১২ বলে ১৮ রান করে ইপরাজিত ছিলেন দীনেশ কার্তিক। ২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় কেকেআর।
১৩ ম্য়াচের শেষে নাইটদের পয়েন্ট দাঁড়াল ১২। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে সরাসরি প্লে অফে পৌঁছে যাবে কেকেআর।