IPl 2021 KKR VS RR Highlights: শারজায় রাজস্থানকে হারিয়ে প্লে অফ প্রায় নিশ্চিত করল নাইট রাইডার্স
IPl 2021 KKR VS RR Highlights: সঞ্জু স্যামসনের দলের বিরুদ্ধে ৮৬ রানের বিশাল ব্যবধানে জয় পেল অইন মর্গ্যান বাহিনী। পয়েন্ট টেবিলে ১৪ পয়েন্ট নিয়ে উঠে এল চতুর্থ স্থানে।
শারজা: সময়টা খুব একটা ভাল যাচ্ছে না শাহরুখ খানের। তাঁর ছেলে আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে মাদক কাণ্ডে। তবে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের স্বপ্নের ফর্ম কিন্তু অব্যাহত। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একপেশে জিতে এবারের আইপিএলে প্লে অফের একদম কাছে চলে গেল নাইটরা। সঞ্জু স্যামসনের দলের বিরুদ্ধে ৮৬ রানের বিশাল ব্যবধানে জয় পেল অইন মর্গ্যান বাহিনী। পয়েন্ট টেবিলে ১৪ পয়েন্ট নিয়ে উঠে এল চতুর্থ স্থানে।
১৭২ রানের বিশাল লক্ষ্যমাত্রা শারজায়। দরকার ছিল একটা ভাল শুরুর। কিন্তু সেখানেই ছোঁচট খেল রাজস্থান শিবির। প্রথম ওভারেই খাতা খোলার আগেই শাকিবের বলে বোল্ড হয়ে ফিরলেন ফর্মে থাকা যশস্বী জয়সবাল। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি রাজস্থান। মাত্র ৪ বল খেলে ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন সঞ্জু স্যামসন। ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে রাজস্থান। মাঝে শুধু ৪৪ রানের ইনিংস খেলেন রাহুল তেওয়াটিয়া। এছাড়া আর কেউই দলকে টেনে তুলতে পারেননি। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ৮৫ রানে অল আউট হয়ে যায় রাজস্থান। নাইট বোলিং বাহিনী এদিন বিধ্বংসী মেজাজে বল করলেন। নিজের ৪ ওভারে লকি ফার্গুসন ৩ উইকেট তুলে নেন মাত্র ১৮ রান দিয়ে। তবে সবচেয়ে বেশি ছন্দে ছিলেন শিভম মাভি। ৩.১ ওভারে ২১ রান দিয়ে একাই তুলে নেন ৪ উইকেট।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে রাজস্থান। ফলে এই ম্যাচে তাঁদের কাছে কার্যত নিয়মরক্ষার। নাইট রাইডার্স এদিন দলে একটি বদল করেছিল। টিম সাউদির বদলে একাদশে সুযোগ পেয়েছিলেন লকি ফার্গুসন। কেকেআরের ওপেনিং জুটি ভেঙ্কটেশ আইয়ার ও শুভমন গিল এবার টুর্নামেন্টে সফল। এদিনও তার ব্য়তিক্রম হল না। ২ জনে মিলে আক্রমণাত্মক মেজাজে খেলে প্রথম উইকেটে বোর্ডে ৭৯ রান বোর্ডে যোগ করে নেন। আইয়ার ৩৮ রান করে ফিরলেও, নিজের অর্ধশতরান পূরণ করেন গিল। ৪৪ বলে ৫৬ রানের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান কলকাতা নাইট রাইডার্সের তরুণ এই ওপেনার।
মিডল অর্ডারে নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠী ২ জনেই চালিয়ে খেলা শুরু করলেও কেউই ব্যক্তিগত বড় রান করতে পারেননি। শেষ দিকে দীনেশ কার্তিক ও অইন মর্গ্যান মিলে দ্রুত গতিতে রান তুলে দলকে দেড়শোর গণ্ডি পার করে দেন। চলতি আইপিএলে শারজায় যতগুলো খেলা হয়েছে তার মধ্যে এদিনের ম্যাচেই সবচেয়ে বেশি রান বোর্ডে উঠল।