Ipl 2021: কেঁদে ভাসাচ্ছিল ছোট মেয়েটি, ম্যাচ জিতেই তাঁকে উপহার দিলেন ধোনি
Ipl 2021: মাঠে তখন মহেন্দ্র সিংহ ধোনি। ব্যাট হাতে তাঁকে দেখে কেঁদে ফেলল বাচ্চা মেয়েটি। আসলে এটাই হল ক্যাপ্টেন কুলের প্রতি তাঁর সমর্থকদের আবেগ, ভালবাসা।
![Ipl 2021: কেঁদে ভাসাচ্ছিল ছোট মেয়েটি, ম্যাচ জিতেই তাঁকে উপহার দিলেন ধোনি IPL 2021: MS Dhoni gifts autographed ball to young kid who cried after CSK captain hit winning runs, video goes viral Ipl 2021: কেঁদে ভাসাচ্ছিল ছোট মেয়েটি, ম্যাচ জিতেই তাঁকে উপহার দিলেন ধোনি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/11/e982c0cc3e24f7b563ffd124d32247f7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাইঃ দিল্লির বিরুদ্ধে ৪ উইকেটে দুর্দান্ত জয়। আইপিএলের প্রথম ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস। কিন্তু সব কিছু ছাপিয়ে গিয়েছে গতকালের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে চেন্নাইয়ের জয় প্রার্থনা কড়া একটি মেয়ে হাপুস নয়নে কাঁদছে। মাঠে তখন মহেন্দ্র সিংহ ধোনি। ব্যাট হাতে তাঁকে দেখে কেঁদে ফেলল বাচ্চা মেয়েটি। আসলে এটাই হল ক্যাপ্টেন কুলের প্রতি তাঁর সমর্থকদে আবেগ, ভালবাসা। ম্যাচ শেষ করে এসে সেই খুদে ভক্তকে উপহারও দিলেন এমএসডি।
Being a fan of MSD is an imotion! ♥#Dhoni @msdhoni pic.twitter.com/EZyYjLjRwS
— A n j u (@Anjuvj3) October 10, 2021
বয়স ৪০ পেরিয়েছে। কিন্তু এখনও যে খিদেটা একইরকম তা বুঝিয়ে দিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। মহেন্দ্র সিংহ ধোনি মানেই অসম্ভবকে সম্ভব করে তোলা। এদিনও তার ব্যতিক্রম হল না। ৬ বলে ১৩ রান দরকার ছিল। সেই ম্যাচ ২ বল বাকি থাকতেই জিতিয়ে দিলেন এমএসডি। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এবারের আইপিএলের ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। রবিবার দুবাইয়ে ৪ উইকেটে তারা হারিয়ে দিল দিল্লিকে। ধোনি এদিন ছিলেন নিজের ফর্মে। ৬ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আর ধোনিকে এমন ফর্মে দেখেই স্ট্যান্ডে কেঁদে ফেলেছিল সেই খুদে। ম্যাচের পর চেন্নাই অধিনায়ক তাঁকে ম্যাচ বল নিজে সই করে উপহার দিলেন। মাঠে ব্যাট হাতে যতটা বিধংসী, মাঠের বাইরে তিনি যে ততটাই নরম মনের তা আরও একবার বোঝালেন এমএসডি।
১৭৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই এদিন আনরিচ নোখিয়ার বলে আউট হয়ে ফিরে যান ফাফ ডু প্লেসি। কিন্তু এরপরই পার্টনারশিপ গড়ে তোলেন রুতুরাজ গায়কোয়াড ও রবিন উথাপ্পা। দু জনে মিলের দলের স্কোর একশোর গণ্ডি পার করে দেন। ২ জনেই অর্ধশতরানও পূরণ করেন। উথাপ্পা ৬৩ রানে প্যাভিলিয়ন ফেরেন। অন্যদিকে রুতুরাজ ৭০ রান করে আউট হন। একটা সময় মনে হচ্ছিল যে হেসেখেলে জয় ছিনিয়ে নেবে সিএসকে। কিন্তু পরপর সেখান থেকে উইকেট হারাতে থাকে তারা। তবে ধোনি ক্রিজে আসার পর আর চাপ বাড়েনি সিএসকের। ৬ বলে ১৮ রান করে ম্যাচের শেষে অপরাজিত থাকেন ধোনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)