Natarajan Tests Covid 19 Positive: আইপিএলে আতঙ্ক, ম্যাচে নামার আগে করোনা আক্রান্ত টি নটরাজন
আমিরশাহিতে করোনা থাবা। করোনা আক্রান্ত টি নটরাজন।
দুবাই: আমিরশাহিতে করোনা থাবা। করোনা আক্রান্ত টি নটরাজন। বুধবারই আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে নামার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদের। তাঁদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। কিন্তু ম্যাচের আগেই নটরাজনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
করোনা আক্রান্ত নটরাজনের সংস্পর্শে আসা ৬ প্লেয়ারকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিজয় শঙ্কর। এছাড়াও বাকিরা হলেন টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, টিম ডাক্তার অঞ্জনা, লজিস্টিক ম্যানেজার তুষার খেড়কর ও নেট বোলার পি গণেশন। আইপিএলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘রুটিন আরটি-পিসিআর টেস্টে সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় টি নটরাজন করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন। তিনি বাকিদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। তাঁর কোনও উপসর্গ নেই। মেডিক্যাল টিম নটরাজনের সান্নিধ্যে আসা ৬ জনকে চিহ্নিত করেছে এবং তাঁদেরও আইসোলেশনে পাঠানো হয়েছে।'
এর আগে ভারতের মাটিতে প্রথমবার যখন আইপিএল আয়োজিত হয়, তখনও করোনার থাবাতেই টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই। গত বছর আমিরশাহিতে করোনা আবহেই আইপিএল সুষ্ঠভাবে আয়োজন করা গিয়েছিল। এরপরই এবারও আমিরশাহিতেই করোনা আবহেই টুর্নামেন্টের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত নেয় বোর্ড। কিন্তু এরই মাঝে ফের করোনা থাবা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নটরাজনের সান্নিধ্যে আসা ৬ জন-সহ বাকিদের আরটি-পিসিআর টেস্ট করা হয় স্থানীয় সময় সকাল ৫টায়। সবার রিপোর্টই নেগেটিভ। ফলে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ রাতের সানরাইজার্স বনাম দিল্লি ম্যাচ সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
করোনা আবহে এই টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে আরও কঠোর হয়েছে। এই জন্যই আমিরশাহিতে মোট ১৪টি জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা হচ্ছে। বোর্ডের তরফে ৪৬ পাতার একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ত্রিকেটারদের শারীরিক সুরক্ষার কথা ভেবে নতুন নিয়ম করা হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সবাইকেই জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগে ৬ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এছাড়াও ১৪ টি জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা হয়েছে। কিন্তু এরপরই করোনা থাবা।