PBKS vs RR, 1 Innings Highlight: অভিষেকেই উইকেট ঈশানের, লোমরের ঝড় থামিয়ে পাঁচ শিকার অর্শদীপের
IPL 2021, PBKS vs RR: পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রাজস্থান তুলল ১৮৫ রান।
দুবাই: টি-টোয়েন্টি ক্রিকেট বলতে ঠিক যা যা বোঝায়, মঙ্গলবার সবই মজুত ছিল পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস ম্যাচে। শুরুতে ব্যাটিং ঝড়। তারপর বোলারদের প্রত্যাবর্তন। স্লগ ওভারে হিসেবনিকেশ উল্টে দেওয়া বিধ্বংসী ইনিংস। শেষ লগ্নে আবার পরপর উইকেট তুলে দলকে ম্যাচে ফেরানো।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রাজস্থান তুলল ১৮৫ রান। ঝোড়ো ব্যাটিং করলেন রাজস্থানের দুই ওপেনার এভিন লুইস (২১ বলে ৩৬ রান) ও যশস্বী জয়সবাল (৩৬ বলে ৪৯ রান)। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৭ বলে ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে গেলেন মহীপাল লোমর। ডেথ ওভারে বল হাতে দাপট দেখালেন অর্শদীপ সিংহ। শেষ পর্যন্ত পাঁচ উইকেট পেলেন অর্শদীপ। টি-টোয়েন্টি কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট হল পঞ্জাবের তরুণের।
মঙ্গলবার আইপিএলে অভিষেক হল বাংলার পেসার ঈশান পোড়েলের। পঞ্জাবের হয়ে নতুন বলে বোলিং শুরু করলেন মহম্মদ শামি ও ঈশান। দুজনই বাংলার পেসার। আইপিএলে তৈরি হয়ে গেল এক মাহেন্দ্রক্ষণ। যখন উইকেটের দুদিক থেকে বোলিং করলেন বাংলার দুই পেসার।
প্রথম ম্যাচেই নজর কাড়লেন চন্দননগরের পেসার। দ্বিতীয় ওভারে চারটে বাউন্ডারি হজম করতে হলেও পরে ঘুরে দাঁড়ালেন তিনি। বিপজ্জনক সঞ্জু স্যামসনকে ফেরালেন। ঈশানের বাড়তি বাউন্স সামলাতে পারেননি রাজস্থান রয়্যালসের অধিনায়ক। তাঁর খোঁচা উইকেটের পিছনে দুরন্তভাবে তালুবন্দি করেন কে এল রাহুল।
মঙ্গলবার আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথম মাঠে নামল প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে পঞ্জাব। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে ছ নম্বরে রয়েছে রাজস্থান। সব মিলিয়ে মঙ্গলবারের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। যে দল জিতবে, প্লে অফের দৌড়ে টিকে থাকবে। হারলে পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকা আরও কঠিন হয়ে দাঁড়াবে।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক কে এল রাহুল। সেই সঙ্গে ঘোষণা করেন যে, তাঁদের প্রথম একাদশে অভিষেক হচ্ছে বাংলার ডানহাতি পেসারের। রাহুল বলেন, 'উইকেট বেশ সজীব মনে হচ্ছে। জানি না কেমন আচরণ করবে। আমি ব্যক্তিগতভাবে রান তাড়া করতে পছন্দ করি। দুবাইয়ে ফিরতে পেরে ভাল লাগছে। আগের বার এখানে খেলে অনেক কিছু শিখতে পেরেছিলাম। দলের বেশিরভাগ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত ছিল আর তাই প্রস্তুতির সমস্যা হবে না।' তবে জন্মদিনে ক্রিস গেলের ঝড় দেখা হচ্ছে না ভক্তদের। গেলকে ছাড়াই মাঠে নামল পঞ্জাব।