Ponting on Dhoni: জাডেজা নয়, ধোনিই ব্যাট করতে নামবেন, জানতেন পন্টিং
IPL 2021: রবীন্দ্র জাডেজা নয়, মহেন্দ্র সিংহ ধোনিই যে মরণ-বাঁচন পরিস্থিতিতে আগে ব্যাট করতে নামবেন, জানতেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং।
দুবাই: রবীন্দ্র জাডেজা নয়, মহেন্দ্র সিংহ ধোনিই যে মরণ-বাঁচন পরিস্থিতিতে আগে ব্যাট করতে নামবেন, জানতেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। 'বাজি ধরে বলতে পারি, ধোনি ব্যাট করতে নামবে,' দিল্লির ডাগ আউটে বসে আগাম বলে দিয়েছিলেন পন্টিং। শেষ পর্যন্ত তাঁর অনুমানই সত্যি প্রমাণিত হয়। চাপের মুখে ব্যাট করতে নামেন অভিজ্ঞ ধোনিই। দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। যে ম্য়াচের পর ফের ফিনিশার ধোনিকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
রবিবার দিল্লির বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে ধোনি যখন ব্যাট করতে নামেন, তখন জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ১১ বলে ২৪ রান। চলতি মরসুমে চেন্নাই অধিনায়ক ব্যাট হাতে পরিচিত ছন্দে নেই মোটেও। অন্যদিকে রবীন্দ্র জাডেজা আগেও এমন পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাই সকলে মনে করেছিলেন যে, রুতুরাজ আউট হওয়ার পর ফর্মে থাকা রবীন্দ্র জাডেজাই ব্যাট করতে নামবেন।
তবে পন্টিং জানতেন, দলের প্রয়োজনের সময়ে ধোনি পিছিয়ে যাওয়ার পাত্র নন। তাই তিনিই এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আগে ব্যাট করতে নামবেন। ঠিক সেটাই হয়। ধোনি ১৯তম ওভারে ১টি ছক্কা হাঁকান। শেষ ওভারে ৩টি চার মেরে ফাইনালে তোলেন চেন্নাইকে। যে ইনিংস দেখে উচ্ছ্বসিত বিরাট কোহলিও।
রবিবার ধোনির ৬ বলে ১৮ রানের ম্যাচ জেতানো ইনিংস নিয়ে কথা বলার সময় পন্টিং বলেন, ‘দেখুন, ও (ধোনি) অন্যতম সেরা। এদিন এমন একটা পরিস্থিতি ছিল, আমরা ডাগ আউটে বসে আলোচনা করছিলাম, জাডেজা ব্যাট করতে নামবে নাকি ধোনি ব্যাট করতে নামবে। আমি সোজা হাত তুলে বলি যে, নিশ্চিত থাকো ধোনি ব্যাট করতে নামবে এবং ম্যাচ শেষ করে দেওয়ার চেষ্টা করবে।’
ফিনিশার মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) বড় ভক্ত বিরাট কোহলি (Virat Kohli)। এতটাই যে, ধোনি যখন চেন্নাই সুপার কিংসকে ম্যাচ জেতাচ্ছেন, চেয়ার ছেড়ে লাফিয়ে উঠছেন বিরাট। আনন্দে। পরমুহূর্তেই ধোনিকে সর্বকালের সেরা ফিনিশার বলে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন কোহলি।
রবিবার রাতে দিল্লি ক্যাপিটালসের মুখের গ্রাস কেড়ে নেয় ধোনির ব্যাট। ফের ফিনিশার ধোনির ঝলক দেখা যায়। দিল্লিকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় সিএসকে। সেই ম্যাচের পরই বিরাটের ট্যুইট, 'এবং রাজার প্রত্যাবর্তন। ক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশার। এমএসধোনির খেলা আমাকে সিট ছেড়ে লাফিয়ে উঠতে বাধ্য করেছিল'।