![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
RR on Coronavirus: দেশে করোনা মোকাবিলায় ৭.৫ কোটি টাকা সাহায্য! দৃষ্টান্ত রাজস্থান রয়্যালসের
আইপিএলের পয়েন্ট টেবিলে হয়তো তারা নীচের দিকে। তবে করোনা পরিস্থিতিতে উদাহরণ তৈরি করল রাজস্থান রয়্যালস।
![RR on Coronavirus: দেশে করোনা মোকাবিলায় ৭.৫ কোটি টাকা সাহায্য! দৃষ্টান্ত রাজস্থান রয়্যালসের IPL 2021: Rajasthan Royals is pleased to announce a contribution of INR 7.5 Crores for coronavirus RR on Coronavirus: দেশে করোনা মোকাবিলায় ৭.৫ কোটি টাকা সাহায্য! দৃষ্টান্ত রাজস্থান রয়্যালসের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/29/1839daaab512c9ccc9f994d3be5f790c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আইপিএলের পয়েন্ট টেবিলে হয়তো তারা নীচের দিকে। তবে করোনা পরিস্থিতিতে উদাহরণ তৈরি করল রাজস্থান রয়্যালস। ভারতের করোনা যুদ্ধে সাড়ে সাত কোটি টাকা দান করল সঞ্জু স্যামসন-ক্রিস মরিসদের দল। শুধু ফ্র্যাঞ্চাইজি মালিক নয়, ক্রিকেটারেরাও সকলে মিলে যাকে বলে একেবারে চাঁদা তুলে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও অতিমারির মোকাবিলায় তারাই প্রথম। হৃদয় জিতে নিল রাজস্থান।
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় পদক্ষেপ করল রাজস্থান রয়্যালস। করোনা আক্রান্তদের জন্য বড় অঙ্কের অর্থ খরচ করার কথা ঘোষণা করল রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে রাজস্থান রয়্যালস জানিয়ে দেয়, তারা সাড়ে সাত কোটি টাকা করোনা ত্রাণে দিচ্ছে। রাজস্থানের ক্রিকেটার, ম্যানেজমেন্ট ও মালিক, সকলে মিলে এই অর্থ সংগ্রহ করেছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এই টাকা ব্রিটিশ এশিয়া ট্রাস্টের সঙ্গে যৌথভাবে রয়্যাল রাজস্থান ফাউন্ডেশনের মাধ্যম্য করোনা পীড়িতদের অবিলম্বে সাহায্য করার জন্য খরচ করা হবে বলেও ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে। রয়্যালসের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে প্রাথমিক প্রয়োজন হিসেবে অক্সেজেন জোগানের দিকেই তাদের নজর রয়েছে এবং সারা দেশের সঙ্গে রাজস্থানের জন্য তাদের বাড়তি নজর থাকবে।
অক্সিজেনের অভাবে দেশের নানা প্রান্তে মারা যাচ্ছেন মানুষ। অক্সিজেনের জন্য চলছে হাহাকার। এই পরিস্থিতিতে অর্থসাহায্য নিয়ে এগিয়ে এলেন রাজস্থান রয়্যালসের কর্ণধার থেকে শুরু করে ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সকলে। রয়্যাল রাজস্থান ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট একযোগে সরকারের সঙ্গে করোনা মোকাবিলায় কাজ করবে বলে জানানো হয়েছে। শুধু রাজস্থান নয়, ভারতের যেখানে দরকার সেখানেই সহযোগিতার হাত বাড়াতে তৈরি এই দুই সংস্থা।
এর আগে প্যাট কামিন্স, ব্রেট লি, রিকি পন্টিং, শেল্ডন জ্যাকসন, শ্রীবৎস গোস্বামীরা ব্যক্তিগতভাবে করোনা অতিমারির বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সামিল হয়েছেন। হরভজন সিংহও ব্যক্তিগত উদ্যোগে মাঠে নেমেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)