CSK vs PBKS, IPL 2021: মানুষ না এরোপ্লেন! জাডেজার ক্যাচ দেখে বিস্মিত কুম্বলেও
তিনি ফিল্ডার হিসাবে বরাবরই সকলের প্রশংসা আদায় করে নিয়েছেন। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবীন্দ্র জাডেজা ফের একবার প্রমাণ করে দিলেন, কেন তাঁকে ফিল্ডিংয়ে বিশ্বের সেরাদের তালিকায় রাখা হয়।
মুম্বই: তিনি ফিল্ডার হিসাবে বরাবরই সকলের প্রশংসা আদায় করে নিয়েছেন। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবীন্দ্র জাডেজা ফের একবার প্রমাণ করে দিলেন, কেন তাঁকে ফিল্ডিংয়ে বিশ্বের সেরাদের তালিকায় রাখা হয়।
শরীর উড়িয়ে এমন একটা ক্যাচ নিলেন বাঁহাতি জাডেজা, যা দেখে হতবাক সকলে। জাডেজার সঙ্গে কেউ তুলনা করলেন এরোপ্লেনের। কেউ গ্লাইডারের মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিলেন।
ঘটনাটি পঞ্জাব ইনিংসের পঞ্চম ওভারের। শুরুতেই দুই উইকেট হারিয়ে তখন বেশ চাপে পঞ্জাব। ঘুরে দাঁড়ানোর লড়াই করছেন ক্রিস গেল। তাঁকে নাকল বল করেছিলেন সিএসকে পেসার দীপক চাহার। তাঁর বল বুঝতে না পেরে টাইমিংয়ে গোলমাল করে ফেলেন ক্যারিবিয়ান তারকা। বল উঠে যায় শূন্যে। শর্ট কভারে ফিল্ডিং করছিলেন জাডেজা। তিনি কয়েক কদম দৌড়ে এসেও দেখলেন যে বল তাঁর নাগালের বাইরে মাটিতে পড়ছে। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় শরীর শূন্যে ভাসিয়ে দেন জাডেজা। এবং বল মাটিতে পড়ার আগে তা তালুবন্দি করেন।
পঞ্জাবের ডাগ আউটে বসে যেন বিশ্বাসই হচ্ছিল না কোচ অনিল কুম্বলের। তাঁর চোখমুখের অভিব্য়ক্তিই যেন বলে দিচ্ছিল, কী অসাধ্য সাধন করেছেন জাডেজা। আউট হওয়ার পর একইরকম হতবাক গেলও।
এদিন সিএসকে-র হয়ে একটি রেকর্ড গড়লেন মহেন্দ্র সিংহ ধোনিও। প্রথম আইপিএল থেকে তিনি চেন্নাইয়ের জার্সিতে খেলছেন। মাঝে দু'বছর চেন্নাই নির্বাসিত থাকার সময় শুধু রাইজিং পুণে সুপারজায়ান্টেরা জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। নির্বাসন কাটিয়ে চেন্নাই আইপিএলে ফেরার পর ফের হলুদ জার্সিতে ফিরেছেন। তিনি 'ক্যাপ্টেন কুল'। মহেন্দ্র সিংহ ধোনি। শুক্রবার যিনি একটি অনন্য রেকর্ড গড়ে ফেললেন।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ সিএসকে-র জার্সিতে ধোনির দুশোতম ম্যাচ। একই দলের হয়ে দুশো ম্যাচ এর আগে শুধুমাত্র বিরাট কোহলির রয়েছে। প্রথম আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলছেন কোহলি। আরসিবির হয়ে ২০৯টি ম্যাচ খেলেছেন তিনি। এখন আরসিবি অধিনায়কও বিরাট।