CSK VS RR, Match Highlights: ওস্তাদের মার শেষ রাতে, চেন্নাই এক্সপ্রেসকে লাইনচ্যুত করে বোঝালেন যশস্বী, দুবেরা
IPL 2021, KKR vs PBKS: অধিনায়ক সঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে চলেন দুবে। স্যামসন ২৮ রান করে ফিরে গেলে গ্লেন ফিলিপসকে নিয়ে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন দুবে।
আবু ধাবি: একেই বোধহয় বলে ওস্তাদের মার শেষ রাতে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুরন্ত জয় রাজস্থান রয়্যালসের। ম্যাচের প্রথম ইনিংসে ঝড় তুলেছিলেন ঋতুরাজ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তাঁকে টেক্কা দিয়ে ঝড় তুললেন যশস্বী জয়সবাল ও শিভম দুবে। ২ জনের ঝোড়ো অর্ধশতরানের ওপর নির্ভর করে সিএসকেকে ৭ উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। প্লে অফের দৌড়েও টিকে রইল সঞ্জু স্যামসনের দল।
১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ঠিক যেভাবে শুরুটা দরকার ছিল, তেমনই করলেন রাজস্থান রয়্যালসের ২ ওপেনার যশস্বী জয়সবাল ও এভিন লুইস। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলা জয়সবাল ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ১৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। রাজস্থান শিবিরে প্রথম আঘাত হানেন হ্যাজেলউড। তবে প্যাভিলিয়ন ফেরার আগে ২টো বাউন্ডারি ও ২টো ওভার বাউন্ডারির সাহায্যে ১২ বলে ২৭ রানের ইনিংস খেলেন লুইস। কিন্তু ততক্ষণে পাওয়ার প্লে তে ৮১ রান বোর্ডে তুলে ফেলেছিল রাজস্থান শিবির।
যশস্বী ২১ বলে ৫০ রানের ইনিংস খেলে আউট হন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৩টি বিশাল ছক্কা হাঁকান যশস্বী। তিনি ফিরে গেলেও রাজস্থান শিবিরে কোনও চাপই অনুভূত হয়নি। কারণ যেখানে শেষ করেছিলেন যশস্বী সেখান থেকেই শুরু করে চালিয়ে খেলেন শিভম দুবে। অধিনায়ক সঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে চলেন দুবে। স্যামসন ২৮ রান করে ফিরে গেলে গ্লেন ফিলিপসকে নিয়ে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন দুবে। ৪টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন ভারতের তরুণ এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান বোর্ডে তুলে নেয় রয়্যালসরা।
এদিন প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। দু দলই এদিন একাদশে কিছু বদল এনেছিল। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেছিলেন ঋতুরাজ গায়কোয়াড। ৬০ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেললেন সিএসকের তরুণ ওপেনার। নিজের ইনিংসে হাঁকালেন ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। এছাড়াও এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গে এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপের মালিকও হয়ে গেলেন তিনি। টপকে গেলেন কে এল রাহুলকে। এই মুহূর্তে ১২ ম্যাচে সিএসকে ওপেনারের সংগ্রহ ৫০৮ রান। মাত্র ২৪ বছর ২৪৪ দিন বয়সে এছাড়াও সিএসকের জার্সিতে সবচেয়ে কনিষ্ঠতম ওপেনার ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকালেন ঋতুরাজ।