KKR on IPL: রুদ্ধশ্বাস লড়াই, খুশি শাহরুখ, কী বললেন নাইটদের?
কোয়ারেন্টিনে আছেন। তাই মাঠে এসে খেলা দেখা হল না কিংগ খানের। তবে টিভিতে চোখ রেখেছিলেন। কেকেআর হারার পরই ট্যুইট করলেন শাহরুখ।
মুম্বই: তাঁর নিজের শহরে খেলছে তাঁরই দল। অথচ মাঠে এলেন না। বাড়িতে বসেই কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখলেন কিংগ খান। কারণ, এখন নিভৃতবাসে আছেন তিনি। কেন?
কারণ তাঁর আগামী ছবি 'পাঠান'-এর শ্যুটিং চলাকালীন একজন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই কারণে নিজেকে হোম আইসোলেশনে রেখেছেন শাহরুখ খান। আর সেই কারণে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নাইটদের খেলা দেখতে যাননি বাদশা।
যদিও কেকেআরের ম্যাচ দেখেছেন শাহরুখ। এবং কেকেআরের লড়াই দেখে খুশি টিম মালিক। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে কেকেআরের হারের পর ট্যুইটারে ক্ষোভের ইঙ্গিত দিয়েছিলেন। তবে সিএসকে ম্যাচের পর আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স ও দীনেশ কার্তিকের লড়াইয়ের প্রশংসা করলেন শাহরুখ।রাসেল, কামিন্স, কার্তিকদের উদ্দেশ্য করে শাহরুখ লেখেন, 'আজ রাতে হেরে গেলেও একটু স্বস্তি পেতে পারি। কেকেআর আজ দারুণ লড়াই করেছে। শুধু ব্যাটিং পাওয়ার প্লে মনে রাখতে চাই না। ছেলেরা, দুরন্ত লড়াই দেখলাম। এই লড়াই অভ্যাসে পরিণত করার চেষ্টা কর। আমরা ঘুরে দাঁড়াবই।'
শাহরুখের বার্তা সব সময় দলের ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগায়। স্বাভাবিক সময় হলে মাঠে বসেই হাত নেড়ে বা উচ্ছ্বাস প্রকাশ করে দলকে উদ্বুদ্ধ করেন তিনি। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে সেই উপায় ছিল না। যদিও অনেকে ভেবেছিলেন যেহেতু মুম্বইয়ে খেলছেন অইন মর্গ্যানরা, তাই মাঠে এসে খেলা দেখবেন শাহরুখ। ওয়াংখেড়েতে একটা সময় নির্বাসিত ছিলেন তিনি। মাঠের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে। পরে অবশ্য সেই নির্বাসন উঠে যায়। তাই শাহরুখের মাঠে আসায় কোনও সমস্যা ছিল না। তবে কোয়ারেন্টিনে আছেন বলে মাঠে আসেননি তিনি। যদিও টিভিতে নজর রেখেছিলেন নাইটদের ম্যাচে। সিএসকে-র ২২০ রান তাড়া করে হেরে গেলেও কেকেআরের মরিয়া লড়াই দেখে খুশি তিনি। তবে পাওয়ার প্লে-র কথা ভুলতে চেয়েছেন। কারণ ওই সময় ৩১ রানে পাঁচ উইকেট হারিয়ে বসেছিল কেকেআর। পরে যা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দল।