Muttiah Muralitharan Health: স্টেন্ট বসল মুরলীধরনের, আজই ছাড়া হবে হাসপাতাল থেকে
অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হল শ্রীলঙ্কার প্রবাদপ্রতিম ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের হার্টের আর্টারিতে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। চেন্নাইয়ে যে বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন মুরলীধরন, সেখান থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কিংবদন্তি স্পিনার সুস্থ আছেন। আজ, সোমবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
চেন্নাই: অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হল শ্রীলঙ্কার প্রবাদপ্রতিম ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের হার্টের আর্টারিতে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। চেন্নাইয়ে যে বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন মুরলীধরন, সেখান থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কিংবদন্তি স্পিনার সুস্থ আছেন। আজ, সোমবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মেন্টর তিনি। আইপিএলের জন্য এখন ভারতেই আছেন। রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন মুথাইয়া মুরলীধরন। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন কিংবদন্তি অফস্পিনার। তাঁর হৃদপিণ্ডে সমস্যা ছিল বলে জানা গিয়েছে।
শনিবারই ৪৯ বছরে পা দিয়েছেন প্রাক্তন এই অফস্পিনার। হায়দরাবাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, 'আইপিএলে আসার আগেই তাঁর হৃদযন্ত্রের সমস্যা আছে বলে জানান মুরলী। চেন্নাইয়ের হাসপাতালে যাওয়ার পর আঞ্জিওপ্লাস্টি হয় তাঁর। তবে এখন ভাল আছেন।'
শনিবার ছিল তাঁর জন্মদিন। ৪৯ বছর সম্পূর্ণ করেন এক সময় বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের ত্রাস মুরলী। দেশ-বিদেশের ক্রিকেটার ও অসংখ্য ভক্তদের শুভেচ্ছাবার্তা উপচে পড়েছিল দিনভর। তবে, তার পরের দিন অর্থাৎ রবিবারই জানা গেল যে, হৃদযন্ত্রে সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুরলীধরনের অসুস্থ হওয়ার খবর শোনামাত্র সারা বিশ্বের অগণিত ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন।