CSK vs SRH, 1 Innings Highlight: অর্ধশতরান মিস ঋদ্ধির, হ্যাজেলউডদের দাপটে মাত্র ১৩৪-এ আটকে গেল সানরাইজার্স
CSK vs SRH, 1 Innings Highlight: আর সেই লড়াইয়ে প্রথম অর্ধে কিছুটা এগিয়ে গেলেন ধোনি। সৌজন্যে অবশ্যই তাঁর বোলিং ব্রিগেড। সানরাইজার্সের বিরুদ্ধে অল্প রানের মধ্যেই প্রতিপক্ষকে আটকে রাখলেন বোলাররা।
শারজা: ২ অধিনায়কই ক্যাপ্টেন কুল। ২২ গজে কেন উইলিয়ামসন বনাম মহেন্দ্র সিংহ ধোনির দ্বৈরথ মানে ২ বরফশীতল মস্তিষ্কের একে অপরকে টেক্কা দেওয়ার পালা। আর সেই লড়াইয়ে প্রথম অর্ধে কিছুটা এগিয়ে গেলেন ধোনি। সৌজন্যে অবশ্যই তাঁর বোলিং ব্রিগেড। সানরাইজার্সের বিরুদ্ধে কৃপণ বোলিং করে অল্প রানের মধ্যেই প্রতিপক্ষকে আটকে রাখলেন জশ হ্যাজেলউড, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুররা। কিছুটা লড়াই করলেন ঋদ্ধিমান সাহা। কিন্তু তিনিও তাঁর অর্ধশতরান মিস করলেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রানই মাত্র বোর্ডে তুলতে পারল সানরাইজার্স।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ধোনি। সানরাইজার্স এদিন ডেভিড ওয়ার্নারের বদলি হিসেবে জেসন রয়কে দলে নিয়েছিল। কিন্তু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না রয়। মাত্র ২ রান করে হ্যাজেলউডের বলে আউট হয়ে ফিরলেন তিনি। চলতি আইপিএলে সানরাইজার্সের হয়ে প্রথম ম্যাচ থেকেই ওপেনিংয়ে নেমে এসেছেন বাংলার ঋদ্ধিমান। এদিনও নেমেছিলেন। আর শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাটিং করছিলেন ঋদ্ধি। কিন্তু উলটোদিকে পরপর উইকেট পড়তে থাকে। ফলে রানের গতি বাড়াতে পারেননি বাংলার পাপালি। শেষ পর্যন্ত ৪৪ রানের মাথায় আউট হয়ে যান এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান। নিজের ইনিংসে ১টি বাউন্ডারি ও ২টো ওভার বাউন্ডারি হাঁকান ঋদ্ধি। তাঁকে ফেরান জাদেজা। এরপর আর কোনও ব্যাটসম্যানই দায়িত্ব নিতে পারেননি। ব্যর্থ হন কেন উইলিয়ামসন ও প্রিয়ম গর্গ। অভিষেক শর্মা ও আব্দুল সামাদ দুজনেই ১৮ রান করেন ব্যক্তিগতভাবে।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান বোর্ডে তুলতে সক্ষম হয় সানরাইজার্স। চেন্নাই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন হ্যাজেলউড। এছাড়া ম্যাচের গতিপথ বদলে দেন ব্র্যাভো। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। ১টি করে উইকেট নেন জাদেজা ও শার্দুল।