(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2021 Standings: জিতে পাঁচ নম্বরে উঠে এল মুম্বই, হেরে আইপিএল শেষ রাজস্থানের
IPL 2021 Standings: অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সেরও ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। তারাও ১৩ ম্যাচ খেলেছে। তবে রান রেটের বিচারে অইন মর্গ্যান বাহিনী কিছুটা এগিয়ে রয়েছে।
শারজা: আইপিএলে প্লে অফের দৌড়ে চার নম্বর পজিশনের জন্য এখন লড়াই কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। মঙ্গলবার শারজায় রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে রােহিত বাহিনী। ১৩ ম্যাচে রোহিত বাহিনীর ঝুলিতে এখন ১২ পয়েন্ট। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সেরও ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। তারাও ১৩ ম্যাচ খেলেছে। তবে রান রেটের বিচারে অইন মর্গ্যান বাহিনী কিছুটা এগিয়ে রয়েছে।
কলকাতা নাইট রাইডার্স তাঁদের লিগের শেষ ম্য়াচ খেলবে আগামী ৭ অক্টোবর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচে জিততে মরিয়া থাকবেন রাসেলরা। কারণ সেই ম্যাচ জিতলে তাঁদের ঝুলিতে আসবে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট। অন্যদিকে মুম্বই তাঁদের শেষ ম্যাচ খেলবে আগামী ৮ অক্টোবর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে যদি মুম্বই হেরে যায়, তবে খুব সহজেই কলকাতা প্রথম চারে জায়গা করে নেবে। কিন্তু যদি মুম্বই জিতে যায় আর কলকাতা হেরে যায়, তবে নাইটদের এবারের মতো আইপিএল অভিযান শেষ হয়ে যাবে। আবার যদি মুম্বই ও কলকাতা ২ দলই তাঁদের শেষ ম্যাচে জেতে, তবে সেক্ষেত্রে রান রেট দেখা হবে। আর রান রেটের বিচারে কলকাতা কিছুটা ভাল জায়গায় রয়েছে মুম্বইয়ের থেকে। কিন্তু এত জটিল সমীকরণের পথে না হেঁটে সরসরি জয়ই যে প্লে অফের রাস্তা পাকা করতে পারে তাঁদের, তা খুব ভালমতোই জানেন কার্তিক, নারাইনরা।
এদিকে মুম্বইয়ের বিরুদ্ধে হেরে প্লে অফে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল রাজস্থান রয়্যালসের। এদিন ব্যাটে- বলে ২ বিভাগেই চূড়ান্ত ব্যর্থ সঞ্জু ব্রিগেড। এর আগে এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু রাজস্থান রয়্যালসের ব্যাটারদের চরম ব্যর্থতায় একশোর গণ্ডিও পেরােতে পারেনি সঞ্জু স্যামসনের দল। মাত্র ৯০ রানে শেষ হয় তাঁদের প্রথম ইনিংস। মুম্বই বোলারদের মধ্যে এদিন সবচেয়ে সফল বোলার নাথান কুল্টার নাইল। ৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮.২ ওভারেই জয় হাসিল করে নিল মুম্বই ইন্ডিয়ান্স। হেসেখেলে জয় এনে দিলেন দলকে ঈশান কিষাণ। ২৫ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেললেন। ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূরণ করলেন ও দলকেও জেতালেন।