(Source: ECI/ABP News/ABP Majha)
Dhoni in IPL: অনলাইনে 'ধোনি' অর্ডারের চেষ্টা, মোক্ষম জবাব স্যুইগির
তাঁর দল দুরন্ত গতিতে ছুটে চলেছে। তবে ব্যাট হাতে বেশ নিষ্প্রভ দেখাচ্ছে তাঁকে। সেই বিখ্যাত হেলিকপ্টার শটও যেন উধাও। তাই বলে হতাশ ভক্ত নতুন এক মহেন্দ্র সিংহ ধোনির অর্ডার করতে যাবেন অনলাইনে!
দুবাই: তাঁর দল দুরন্ত গতিতে ছুটে চলেছে। তবে ব্যাট হাতে বেশ নিষ্প্রভ দেখাচ্ছে তাঁকে। সেই বিখ্যাত হেলিকপ্টার শটও যেন উধাও। তাই বলে হতাশ ভক্ত নতুন এক মহেন্দ্র সিংহ ধোনির অর্ডার করতে যাবেন অনলাইনে!
চলতি আইপিএলে অপ্রতিরোধ্য দেখাচ্ছে চেন্নাই সুপার কিংসকে। ব্যাট হাতে যদিও ধোনি ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। রান পাচ্ছেন না তারকা ক্রিকেটার। আর মহাতারকার এই ব্যর্থতায় অনেক সমর্থকই অধৈর্য হয়ে সোশ্যাল মিডিয়ায় হতাশা উগরে দিচ্ছেন। অনেকে জানতে চাইছেন, কবে অবসর নেবেন ধোনি!
৪০ বছরের মহাতারকা আইপিএলে ১৪ ম্যাচে ৯৬ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ১৮! এমন শোচনীয় পারফরম্যান্সে যে কোনও দলের প্রথম একাদশের জায়গা নিয়েও প্রশ্ন উঠে যাবে। তবে সিএসকে একাদশে তিনি অপরিহার্য অঙ্গ। কারণ, ক্রিকেট মগজাস্ত্রে তাঁকে টেক্কা দেওয়ার সাধ্যি নেই কারও। তাঁর নেতৃত্ব কতটা ক্ষুরধার, চলতি মরশুমেও প্রমাণ করেছেন ধোনি। একাধিকবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন।
যদিও অনেকেই ব্যাট হাতে ধোনির ছন্দে ফেরার অপেক্ষায়। ধোনির ওপর হতাশ হয়েই এক সমর্থক এবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় ট্রোল করে বসলেন। মজার ছলে ধোনির ব্যাটিং ফর্ম নিয়ে খোঁচা দিলেন তিনি।
কী করেছেন ওই ভক্ত? স্যুইগির সাপোর্ট হ্যান্ডল স্যুইগি কেয়ার্সকে ট্যাগ করে সেই নেটিজেন লিখলেন, ইন্সটামার্টে এমএস ধোনি অর্ডার করার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। তবে বারবারই তাঁকে জানানো হচ্ছে, “এমএস ধোনি ফুরিয়ে গিয়েছে।” স্যুইগিকে ট্যাগ করে এর ‘সমাধান’ করার আর্জি জানান সেই সমর্থক। তবে মহাতারকাকে ট্রোলিংয়ের জবাবে স্য়ুইগি কেয়ারের টুইটার হ্যান্ডলে পাল্টা জানিয়ে দেওয়া হল, ধোনির মত ক্রিকেটার একটা প্রজন্মে একজনই হয়। তাঁর মতো কাউকে খুঁজে পাওয়া মুশকিল। ফুড ডেলিভারি সংস্থা লিখে দেয়, “দুর্ভাগ্যবশত, আমরা ধোনির মতো কিংবদন্তিদের তৈরি করি না।”
মহেন্দ্র সিং ধোনির এটাই কি শেষ আইপিএল হবে? এই নিয়ে নানা জল্পনা চলছে। সেই জল্পনাকে আরও একটু রোমাঞ্চকর করে দিলেন অস্ট্রেলিয়া এবং চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার শেন ওয়াটসন। তাঁর দাবি আবার, পরের বছর আইপিএলে ধোনি প্লেয়ার হিসেবে ফিরবেন না। অন্য ভূমিকায় তাঁকে দেখা যাবে।