IPL 2021: বিরাটকে এই উপহারটি দিতে চান দিল্লি ম্যাচের নায়ক ভরত
IPL 2021: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অর্ধশতরান, শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতানো। মুহূর্ত গুলো বারবার চোখের সামনে ভেসে আসছে তাঁর। কিন্তু এবার আর পেছনে ফিরে তাকাতে রাজি নন তিনি।
আবু ধাবিঃ রাতারাতি একটা ম্যাচই নায়ক বানিয়ে দিয়েছে তাঁকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অর্ধশতরান, শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতানো। মুহূর্ত গুলো বারবার চোখের সামনে ভেসে আসছে তাঁর। কিন্তু এবার আর পেছনে ফিরে তাকাতে রাজি নন কে এস ভরত। আরসিবি শিবিরের নতুন নায়ক। ক্যাপ্টেন কোহলিকে এবার উপহার দিতে চান তিনি। সেটি আর কিছুই নয়। এবারের এইপিএল ট্রফিটি।
আমিরশাহিতে টুর্নামেন্ট শুরুর আগেই বিরাট জানিয়ে দিয়েছিলেন যে এই মরসুমের পর আর আরসিবির অধিনায়ক থাকবেন না তিনি। দিল্লি ম্যাচের নায়ক ভরত এই সুযোগটাই কাজে লাগাতে চান। বিরাটকে ট্রফি উপহার দিতে চান তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ''বিরাট ভাইয়ের সঙ্গে খেলাটাই আমার কাছে অনেক বড় স্বপ্ন। কিন্তু আমার মনে হয় যদি এবার আমরা টুর্নামেন্টে জিততে পারি, আর ট্রফিটা বিরাট ভাইয়ের হাতে তুলে দিতে পারি, তার থেকে বড় কিছু হতে পারে না, এটা অনেকটা কেকের উপরে চেরির মতো হয়ে যাবে।''
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাপ্তি এস ভরত। তাঁর ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিংয়ের উপর নির্ভর করে দিল্লি বধ বিরাটদের। অর্ধশতরান করলেন ২ জনই। ঋষভ পন্থের দলের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
দিল্লি প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৪ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে এদিন রান পাননি বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন দেবদত্ত। অন্যদিকে ৪ রান করে ফেরেন আরসিবি অধিনায়ক। এবি ডেভিলিয়ার্সও ২৬ রান করে ফিরে যান। কিন্তু আরসিবিকে জয় এনে দেন এস ভরত ও গ্লেন ম্যাক্সওয়েল। ২ জনই অর্ধশতরান করেন। ভরত ৫২ বলে ৭৮ রানের ইনিংস খেলেন। সুযোগের একেবারে দারুণ সদ্বব্যবহার করেন তিনি। ৩টি বাউন্ডারি ও ৪টে ছক্কা হাঁকান নিজের ইনিংসে ভরত। অন্য়দিকে ম্যাক্সওয়েল ৩৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন। তিনি এদিন ছক্কা না হাঁকালেও ৮টি বাউন্ডারি হাঁকান।