Deepak Chahar Ruled Out: আশঙ্কাই সত্যি, আইপিএল থেকে ছিটকে গেলেন দীপক চাহার
Deepak Chahar Ruled Out: সিএসকের এই তারকা বোলার ইডেনে (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-২০ সিরিজ (T-20 Series) চলাকালীন তিনি চোট পান। তাঁর উরুর পেশি ছিঁড়ে গিয়েছে।
মুম্বই: একটা আশঙ্কা ছিলই। তা সত্যিও হয়ে গেল। এবারের আইপিএলে একটিও ম্য়াচ না খেলে ছিটকে গেলেন দীপক চাহার। চেন্নাই সুপার কিংসের এই তারকা বোলার ইডেনে (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-২০ সিরিজ (T-20 Series) চলাকালীন তিনি চোট পান। তাঁর উরুর পেশি ছিঁড়ে গিয়েছে। এই চোটের জন্যই তিনি আইপিএলের বেশিরভাগ ম্যাচ খেলতে পারবেন না। কবে তিনি মাঠে ফিরতে পারবেন, সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না।
দীপক চাহার ছিটকে গেলেন
আইপিএলে তরফে একটি বিবৃতি দিয়ে দীপক চাহারের ছিটকে যাওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত চাহারের বদলি কাকে নেবে সিএসকে তা জানা যায়নি। কোনও সরকারি বিবৃতিও এই বিষয়ে দেওয়া হয়। উল্লেখ্য, গত নিলামে ১৪ কোটি টাকা দিয়ে চাহারকে দলে নিয়েছিল সিএসকে। এই প্রথম ১০ কোটির বেশি টাকা দিয়ে কোনও ক্রিকেটারকে দলে নিল সিএসকে। কিন্তু চাহার চোট পাওয়ায় সিএসকে-র পরিকল্পনা ধাক্কা খেল। সূত্রের খবর, এই অলরাউন্ডারের চোট সারতে কয়েক সপ্তাহ সময় লাগবে। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে চাহারের। এনসিএ-র মেডিক্যাল টিম ও ফিজিওরা কী রিপোর্ট দেন, তার অপেক্ষায় সিএসকে টিম ম্যানেজমেন্ট।
চাহার না থাকায় চাপ বাড়ল সিএসকের
এখনও পর্যন্ত মাত্র ১টি ম্য়াচ জিতেছে চেন্নাই। রবীন্দ্র জাডেজার নেতৃত্ব চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৪টি তেই হেরেছে। এবারের আইপিএল হতে চলেছে মহারাষ্ট্রে। ওয়াংখেড়ে সহ মহারাষ্ট্রের মাঠগুলির পিচ সাধারণত স্যুইং বোলারদের সাহায্য করে। ফলে চাহারকে ভালভাবে ব্যবহার করার সুযোগ ছিল ধোনির সামনে। কিন্তু তিনি এবার সেই সুযোগ পাচ্ছেন না।
গতবারের আইপিএলের প্রথমার্ধে সিএসকে বেশিরভাগ ম্যাচই খেলেছিল ওয়াংখেড়েতে। সেই ম্যাচগুলিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান চাহার।এর আগে পুণেতেও তিনি ভাল পারফরম্যান্স দেখান। ২০১৬ ও ২০১৭ সালের আইপিএলে তিনি রাইজিং পুণে সুপারজায়ান্টস দলে ছিলেন। এই দু’বারের আইপিএলে তিনি দলকে ভরসা দিয়েছিলেন। এবার ১৪ কোটি টাকা দর পাওয়ায় তাঁকে নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু আইপিএল শুরু হওয়ার আগেই চোট তাঁকে অনিশ্চিত করে দিল।