Deepak Chahar: আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা ধোনির চেন্নাইয়ের
CSK News: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন দীপক চাহার (Deepak Chahar)। সেই চাহার, যিনি সিএসকে-র প্রধান পেস অস্ত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
মুম্বই: গতবারের চ্যাম্পিয়ন তাঁরা। এবারও ট্রফি জয়ের অন্যতম দাবিদার। কিন্তু আইপিএল (IPL) শুরুর আগে চিন্তায় মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ও তাঁর দল চেন্নাই সুপার (Chennai Super Kings)। কারণ, চোটের জন্য দলের সেরা পেসারের খেলা নিয়ে সংশয়।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন দীপক চাহার (Deepak Chahar)। সেই চাহার, যিনি সিএসকে-র প্রধান পেস অস্ত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আইপিএলে হলুদ জার্সিতে দুরন্ত পারফরম্যান্সের জোরে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। এবারও তাঁকে ঘিরে আবর্তিত হচ্ছিল সিএসকে-র কৌশল। কিন্তু চোটের জন্য আইপিএলের একটা বড় অংশে নাও দেখা যেতে পারে তারকা পেসারকে। যিনি ব্যাট হাতেও দলের লোয়ার মিডল অর্ডারকে ভরসা দেন।
ডেথ ওভারে ধোনির সেরা বোলিং অস্ত্র চাহার। পরিসংখ্যান বলছে, শেষ চারটি আইপিএলে শুধু ডেথ ওভারে ৪২ উইকেট নিয়েছেন চাহার। তালিকায় দ্বিতীয় স্থানে ট্রেন্ট বোল্ট অনেক পিছিয়ে। শেষ চার আইপিএলে ডেথ ওভরে ২৭ উইকেট নিয়েছেন বোল্ট।
আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটারদের কারও কারও মনে হচ্ছে, চাহারের পরিবর্ত হতে পারেন অ্যাডাম মিলনে। কিন্তু সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটারদের কোটা নিয়ে নতুন করে ভাবতে হবে সিএসকে-কে। কেউ কেউ আবার রাজবর্ধন হাঙ্গরগেকর, মুকেশ চৌধুরী, তুষার দেশপাণ্ডে, সিমরজিৎ সিংহ, কে এম আসিফের মতো ভারতীয় কাউকে প্রথম একাদশে দেখা যেতে পারে বলেও মত প্রকাশ করছেন।
দেখতে দেখতে ১৪ বছর কেটে গিয়েছে। এখনও আইপিএল ট্রফি জয়ের স্বাদ পায়নি। একবার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে। এবার তাই দলের খোলনলচে বদলে ফেলেছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। নিলাম থেকে ঢেলে দল সাজিয়েছে। সেই সঙ্গে বদলে ফেলা হয়েছে অধিনায়কও।
গতবার দলকে নেতৃত্ব দেওয়া কে এল রাহুলকে (KL Rahul) এবার রিটেন করেনি প্রীতি জিন্টার দল। তাঁর পরিবর্তে অধিনায়ক করা হয়েছে ময়ঙ্ক অগ্রবালকে (Mayank Agarwal)। মুম্বইয়ে দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেখানে যোগ দিয়েছেন ময়ঙ্কও।
পাঞ্জাব কিংসের ক্রিকেটারেরা সকলে অভ্যর্থনা জানিয়েছেন ময়ঙ্ককে। দলের তরফ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ময়ঙ্ককে হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সকলে। ফিল্ডিং কোচ জন্টি রোডসকে দেখা গিয়েছে ময়ঙ্কের পিঠ চাপড়ে দিতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।