IPL 2022 Cvoid-19 News: নেট বোলার করোনা আক্রান্ত, আইসোলেশনে পুরো দিল্লি ক্যাপিটালস শিবির
IPL 2022 Cvoid-19 News: আজই চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার কথা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুরো দিল্লি শিবিরকেই আইসোলেশনে রাখা হয়েছে।
মুম্বই: আইপিএলে ফের করোনা থাবা। আবার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে করোনা হানা। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে আগে এই খবরে বড় ধাক্কা পন্থদের শিবিরে। জানা গিয়েছে দিল্লি শিবিরের এক নেট বোলারের করোনা হয়েছে। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে। আজই চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার কথা দিল্লি ক্যাপিটালসের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুরো দিল্লি শিবিরকেই আইসোলেশনে রাখা হয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ এখনও বাতিল করা হয়নি যদিও।
আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন ২ ক্রিকেটার
এর আগে দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনা আক্রান্ত হয়েছিলেন ২ তারকা ক্রিকেটার। নিউজিল্য়ান্ডের টিম সেইফার্ট ও অস্ট্রেলিয়ার মিচেল মার্শ করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও তাঁরা আইসোলেশনে ছিলেন। দলের বাকি কারও করোনা আক্রান্ত না হওয়ায় টুর্নামেন্টে কোনও বিঘ্নতা আসেনি। কিন্তু এবার যেই নেট বোলার করোনা আক্রান্ত হয়েছেন, সূত্রের খবর, তাঁর সঙ্গে আরও এক দলের বোলার একই রুমে থাকতেন। আইপিএল নিয়ম অনুযায়ী সব খেলোয়ার এবং স্টাফের করোনা পরীক্ষা করানো হবে। এদিকে করোনা আক্রান্ত নেট বোলার এবং তাঁর রুমমেটকে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে করোনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত দিল্লির বাকি ক্রিকেটার এবং সদস্যদেরও নিজেদের ঘরেই থাকতে হবে।
আজ দিল্লির সামনে চেন্নাই
দিল্লি ক্যাপিটালস: এখনও পর্যন্ত এই মরসুমে টানা ২ টো ম্যাচ জিততে পারেনি দিল্লি। আগের ম্যাচ সানরাইজার্সকে হারানোর সঙ্গে সঙ্গে ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ফর্ম কিছুটা স্বস্তি দেবে দিল্লি শিবিরকে। আগের ম্যাচে মনদীপ সিংহকে খেলিয়েছিল দিল্লি। কিন্তু এদিনের ম্যাচে অভিষেক হতে পারে যশ ধূলের। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে এবার ৫০ লক্ষ টাকা দিয়ে নিলাম থেকে তুলে নিয়েছিল দিল্লি। কিন্তু এখনও পর্যন্ত কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। আবার একাদশে ফিরতে পারেন অক্ষর পটেলও।