Dinesh Karthik: রাজস্থান ম্যাচে নামার আগে চাপ বাড়ালেন কার্তিক
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন কার্তিক। ১৫ ম্যাচে এখনও পর্যন্ত ৩২৪ রান করেছেন আইপিএলে। ৬৪.৮০ গড়ে এই রান করেছেন। জাতীয় দলে প্রত্যাবর্তনও করেছেন কার্তিক।
আমদাবাদ: আইপিএলে প্লে অফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ খেলতে নামছে আরসিবি। জিতলে ফাইনালের টিকিট, আর হারলে টুর্নামেন্ট এখানেই শেষ আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের চাপ বাড়ালেন ফর্মে থাকা দীনেশ কার্তিক। আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী শৃঙ্খলাবিধি ভাঙার দায়ে সতর্ক করে দেওয়া হল তাঁকে। লখনউ সুপারজায়ান্টস ম্যাচে আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন তিনি।
ঠিক কোন অপরাধ করেছেন কার্তিক?
বোর্ডের ও আইপিএল কমিটির তরফে শুধুমাত্র জানানো হয়েছে, লেভেল ওয়ান অপরাধ করেছেন কার্তিক। তবে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। কার্তিক না কি স্বাকীর করে নিয়েছেন তাঁর ভুলের কথা। তাই শুধুমাত্র সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে তারকা উইকেট কিপার ব্যাটারকে।
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন কার্তিক। ১৫ ম্যাচে এখনও পর্যন্ত ৩২৪ রান করেছেন আইপিএলে। ৬৪.৮০ গড়ে এই রান করেছেন। স্ট্রাইক রেট প্রায় ১৮৭। আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন কার্তিক।
আজ রাজস্থান বনাম আরসিবি
আইপিএলের দ্বিতীয় এলিমিনেটরে আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। প্লে অফের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হারতে হয়েছিল। অন্যদিকে প্রথম এলিমিনেটরে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ফাফ ডু প্লেসির দল।
লক্ষ্য অসম্ভব না হলেও, কঠিন ছিল। প্রথমবার আইপিএল (IPL) মঞ্চে নেমেই কোয়ালিফায়ার টু-তে ওঠার জন্য লখনউ সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল ২০৮ রান। লড়াই করেও কঠিন কাজ হাসিল করতে পারলেন না কে এল রাহুলরা। ফলে ইডেন থেকেই বেজে গেল লখনউয়ের বিদায়ঘণ্টা। ১৪ রানে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালের টিকিট পেতে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিরা।
আইপিএল লিগ পর্যায়ের শেষে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল রাজস্থান রয়্যালস। অন্যদিকে দিল্লি ক্য়াপিটালস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের শেষ লিগ ম্যাচ হেরে যাওয়ায় প্লে অফে জায়গা করে নিয়েছিল আরসিবি। চতুর্থ স্থানে ছিল বিরাট, ফাফরা।