![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2022: ধোনিদের প্র্যাক্টিসের ফাঁকে মাঠেই নাচ ব্র্যাভোর, ভিডিও ভাইরাল
DJ Bravo: প্র্যাক্টিসের ফাঁকে নাচলেন ব্র্যাভো। সঙ্গীত ভালবাসেন। নিজে গান করেন। তাঁরা গাওয়া গান তুমুল জনপ্রিয়। ক্রিকেটবিশ্বে তো তিনি ডিজে ব্র্যাভো নামেও পরিচিত।
![IPL 2022: ধোনিদের প্র্যাক্টিসের ফাঁকে মাঠেই নাচ ব্র্যাভোর, ভিডিও ভাইরাল IPL 2022: DJ Bravo dancing in the ground during CSK practice, video went viral IPL 2022: ধোনিদের প্র্যাক্টিসের ফাঁকে মাঠেই নাচ ব্র্যাভোর, ভিডিও ভাইরাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/23/a23ded38d5633462a1686b9244329a3f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আইপিএল (IPL) শুরু হওয়ার আগে খোশমেজাজে ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। এতটাই যে, প্র্যাক্টিসের ফাঁকে নাচলেনও।
গতবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। এবারও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে শক্তিশালী দল গড়েছে সিএসকে। এবারও তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। ২৬ মার্চ, শনিবার, টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে সিএসকে। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের আগে মুম্বইয়ে জোরকদমে চলছে ধোনিদের শেষ মুহূর্তের প্রস্তুতি।
সেই প্র্যাক্টিসের ফাঁকে নাচলেন ব্র্যাভো। সঙ্গীত ভালবাসেন। নিজে গান করেন। তাঁরা গাওয়া গান তুমুল জনপ্রিয়। ক্রিকেটবিশ্বে তো তিনি ডিজে ব্র্যাভো নামেও পরিচিত। সেই ব্র্যাভো প্র্যাক্টিসের ফাঁকে নাচলেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল সিএসকে। তা ভাইরালও হল।
Wrapping up the Surat party in DJ style! 🕺🥳#WhistlePodu #Yellove 🦁💛 @DJBravo47 pic.twitter.com/corpdpBsHR
— Chennai Super Kings (@ChennaiIPL) March 22, 2022
প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। গতবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দলই। কেকেআরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে (MS Dhoni)। তবে মরসুম শুরুর আগে এখনও অবধি ভারতে এসে পৌঁছতে পারেননি মঈন আলি। ভিসা জটে ইংল্যান্ডে আটকে রয়েছেন তিনি। সূত্রের খবর, নাইটদের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংরেজ তারকাকে পাবে না সিএসকে শিবির।
শনিবার কেকেআর বনাম সিএসকে ম্যাচ। সেই ম্যাচে খেলতে হলে বুধবার ভারতে আসতেই হতো মঈনকে। তারপর ভারতীয় ক্রিকেট বোর্ড নির্ধারিত তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হতো। তারপরই তিনি শনিবার মাঠে নামতে পারতেন। কিন্তু মঈনের ভিসা সমস্যার জট এখনও কাটেনি । তাই বুধবার তাঁর আসার সম্ভাবনা নেই বলেই খবর। মঈন না খেললে কেকেআরের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হতে পারে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের। রুতুরাজ গায়কোয়াড় ও রবিন উথাপ্পার সঙ্গে সিএসকে-র টপ অর্ডার সামলাতে দেখা যেতে পারে তাঁকে ।
আইপিএল শুরুর আগে উদ্বেগে রোহিতরা, প্রথম ম্যাচে হয়তো নেই সূর্যকুমার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)