IPL 2022: আইপিএলে মাঠে ফিরছে দর্শক, টিকিট কিনবেন কীভাবে?
আইপিএল (IPL 2022) শুরুর ঠিক তিন দিন আগে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আইপিএলে মাঠে ফিরছে দর্শক।
মুম্বই: আইপিএল (IPL 2022) শুরুর ঠিক তিন দিন আগে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আইপিএলে মাঠে ফিরছে দর্শক। বুধবার বিবৃতি দিয়ে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কোভিড সুরক্ষাবিধি মেনে তবেই ২৫ শতাংশ দর্শক নিয়ে মহারাষ্ট্রে আইপিএলের ৫৫টি লিগ ম্যাচ হবে বলে জানিয়েছে বোর্ড।
গতবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। এবারও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে শক্তিশালী দল গড়েছে সিএসকে। এবারও তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। ২৬ মার্চ, শনিবার, টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে সিএসকে। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল। বুধবার, ২৩ মার্চ থেকেই ক্রিকেটপ্রেমীরা আইপিএলের টিকিট কিনতে পারবেন আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট www.iplt20.com থেকে। এছাড়়া www.BookMyShow.com থেকেও কেনা যাবে টিকিট। সিএসকে ও কেকেআর (CSK vs KKR) ম্যাচের টিকিটের দাম করা হয়েছে ২৫০০, ৩০০০, ৩৫০০ ও ৪০০০ টাকা।
করোনা আবহে পরপর দু'বছর দর্শকশূন্য স্টেডিয়ামে হয়েছে আইপিএল। তবে এবার আইপিএলের জন্য ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আবার নিশ্চিত করেছে যে প্রথম দিকের ম্যাচে যে পরিমাণ দর্শক থাকবে, অবস্থা বুঝে টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে।
২০২১ সালে আইপিএল ভারতে শুরু হয়েছিল। এবং ম্যাচগুলো ফাঁকা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। তা সত্ত্বেও বিভিন্ন দলে কোভিড এমন ভাবে ছড়িয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করা দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। টুর্নামেন্টের বাকিটা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে।
তবে এবার আইপিএল হচ্ছে ভারতেই। মুম্বইয়ের তিনটি স্টেডিয়াম, ওয়াংখেড়ে, ব্রেবোর্ন ও ডিওয়াই পাটিল ছাড়াও পুণের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে আইপিএলের লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ থেকে এই বছরের আইপিএল শুরু হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুুপার কিংস।