IPL 2022 KKR Match List: মুম্বইয়ের মুখোমুখি দু'বার, তবে চেন্নাইয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বে একটাই ম্যাচ কেকেআরের, রইল পুরো তালিকা
KKR Match List: প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ৪টি করে এবং ব্রাবোর্ন স্টেডিয়াম ও পুণের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৩ টি করে গ্রুপপর্বের ম্যাচ খেলবে।
মুম্বই : হোম-অ্যাওয়ে ম্যাচ থাকছে, কিন্তু বদলাচ্ছে ধরণ। ফ্র্যাঞ্চাইজি সংখ্যা বেড়ে ১০ হয়ে যাওয়ায় আসন্ন ২০২২ আইপিএলে আর প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচে মুখোমুখি হবে না। আইপিএলে আগের সাফল্যের ভিত্তিতে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। একই গ্রুপে থাকা দলগুলির বিরুদ্ধে হোম-অ্যাওয়ে ভিত্তিতে ২ টি করে ম্যাচই খেলবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি। আর অন্য গ্রুপে থাকা একটি দলের সঙ্গে দুটি ও বাকি চারটি দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে প্রত্যেকটি দল। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিই গ্রুপ পর্বে খেলবে ১৪ টি করে ম্যাচ। যে হিসেবেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুবার মুখোমুখি হবে কেকেআর। কিন্তু আইপিএলের গ্রুপ পর্বে চেন্নাই সুপার কিংস বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে একটি করে ম্যাচ শ্রেয়স আয়ারদের।
ঠিক কীভাবে এই গ্রুপবিন্যাস-
আইপিএলে খেতাবজয় ও ফাইনাল খেলার ভিত্তিতে তালিকাটি তৈরি হয়েছে। জোড় সংখ্যার ও বিজোড় সংখ্যার ভিত্তিতে গ্রুপ এ ও বি তৈরি করা হয়েছে।
যেখানে পরপর ফ্র্যাঞ্চাইজিগুলো হল- ১) মুম্বই ইন্ডিয়ান্স, ২) চেন্নাই সুপার কিংস, ৩) কলকাতা নাইট রাইডার্স, ৪) সানরাইজার্স হায়দরাবাদ, ৫) রাজস্থান রয়্যালস, ৬) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৭) দিল্লি ক্যাপিটালস, ৮) পাঞ্জাব কিংস, ৯) লখনউ সুপার জায়ান্টস, ১০) গুজরাট টাইটান্স।
আইপিএলের গ্রুপপর্বের দুটি গ্রুপ যথাক্রমে-
এ-মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।
বি-চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স।
আগামী ২৬ মার্চ শুরু হতে চলেছে আইপিএলের ১৫ তম সংস্করণ। প্রতিযোগিতার ফাইনাল ২৯ মে।
কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ-মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স।
কোন মাঠে খেলবে কেকেআর - আইপিএলের গ্রুপপর্বে ৪ টি মাঠে ৭০ টি ম্যাচ আয়োজিত হবে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ৪টি করে এবং ব্রাবোর্ন স্টেডিয়াম ও পুণের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৩ টি করে গ্রুপপর্বের ম্যাচ খেলবে।
View this post on Instagram
আরও পড়ুন- কোন মাঠে কত ম্যাচ, কী ফর্ম্যাটে আসন্ন আইপিএল, রইল বিস্তারিত