KKR vs RR, Match Highlights: রিঙ্কু-রানার দাপটে জয় নাইটদের, রাজস্থানকে ৭ উইকেটে হারালেন শ্রেয়সরা
IPL 2022, KKR vs RR: তাঁকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানে দেখা যায়। সোনালি-বেগুনি জার্সিতে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে অংশ নেন।
মুম্বই: তাঁকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানে দেখা যায়। সোনালি-বেগুনি জার্সিতে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে অংশ নেন। কিন্তু প্রথম একাদশে সেভাবে জায়গা পান না। অধিনায়ক অনায়াসে বলে দেন, তিনিই নাকি দলের সবচেয়ে বড় প্র্যাঙ্কস্টার!
রিঙ্কু সিংহ সোমবার প্রমাণ করলেন, তিনি ক্রিকেটও খেলতে পারেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যখন তিনি পাঁচ নম্বরে ব্যাট করতে নামলেন, ৪৩ বলে ৬১ রান চাই কেকেআরের। ক্রিজে নেমে প্রথম বলেই ট্রেন্ট বোল্টকে চার মারেন রিঙ্কু। শেষ পর্যন্ত ২৩ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন রিঙ্কু। ৩৭ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন নীতিশ রানাও। রাজস্থান রয়্যালসের ১৫২/৫ স্কোর তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। এই জয়ের ফলে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে সাত নম্বরে উঠে এল কেকেআর। বেঁচে রইল প্লে অফে ওঠার স্বপ্নও।
ভদ্রস্থ স্কোর রাজস্থানের
আইপিএলে (IPL) বিধ্বংসী ফর্মে রয়েছেন জস বাটলার (Jos Buttler)। আর প্রতিপক্ষের নাম যখন কলকাতা নাইট রাইডার্স (KKR), তখন বারবার জ্বলে উঠেছেন ইংরেজ তারকা। চলতি আইপিএলেও প্রথম দফায় কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। তবে সোমবার নাইট ভক্তদের জন্য স্বস্তি। কারণ, ২৫ বলে ২২ রান করে ফিরে যান বাটলার।
তার পরেও কেকেআরের বিরুদ্ধে ভদ্রস্থ স্কোর তুলল রাজস্থান রয়্যালস (RR)। সৌজন্যে অধিনায়ক সঞ্জু স্যামসনের ব্যাট হাতে দৃঢ়তা। সঞ্জু হাফসেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৫৪ রান করে ফিরলেন। আর শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুললেন শিমরন হেটমায়ার। ১৩ বলে ২৭ রান করলেন ক্যারিবিয়ান তারকা। প্রথমে ব্যাট করে রাজস্থান তুলল ১৫২/৫। কেকেআরের সামনে ম্যাচ জেতার জন্য ১৫৩ রান তোলার চ্যালেঞ্জ ছুড়ে দেয় রাজস্থান।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। শ্রেয়সও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।
সোমবার কেকেআরের জার্সিতে অভিষেক হল অনুকূল রায়ের। তাঁর হাতে ম্যাচের আগে ক্যাপ তুলে দেন রিঙ্কু সিংহ। প্রথম ম্যাচে ৪ ওভারে ২৮ রান খরচ করে করুণ নায়ারের উইকেট তুলে নেন তিনি। কেকেআর বোলারদের মধ্যে টিম সাউদি ৪৬ রানে ২টি উইকেট পেয়েছেন। একটি করে উইকেট উমেশ যাদব ও শিবম মাভির।
শেষ পর্যন্ত রিঙ্কু ও রানার দাপটে সহজেই ম্যাচ জিতে নিল কেকেআর।
আরও পড়ুন: প্রেমিকা বুলবুলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ছেষট্টির অরুণ লাল