Knight Riders Update: আমেরিকার বুকে ক্রিকেট স্টেডিয়াম বানাচ্ছে শাহরুখের কেকেআর
IPL 2022: এবার আস্ত একটি ক্রিকেট স্টেডিয়াম বানাতে উদ্যোগী হল শাহরুখ খান-জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতে নয়, ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি হবে আমেরিকার বুকে, লস অ্যাঞ্জেলসে।
কলকাতা: ক্রিকেটারদের প্রশিক্ষণের জন্য অ্যাকাডেমি তৈরি আগেই হয়েছে। এবার আস্ত একটি ক্রিকেট স্টেডিয়াম বানাতে উদ্যোগী হল শাহরুখ খান-জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে ভারতে নয়, ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি হবে আমেরিকার বুকে, লস অ্যাঞ্জেলসে।
কী বলছেন শাহরুখ?
মেজর লিগ ক্রিকেটের সঙ্গে যৌথ উদ্যোগে লস অ্যাঞ্জেলসে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করবে শাহরুখ-জুহির নাইট রাইডার্স গ্রুপ। শাহরুখ যা নিয়ে বলেছেন, 'আমেরিকায় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে লগ্নি করছি আমরা। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে নাইট রাইডার্সকে বিশ্বজনীন একটা গ্রুপ হিসাবে তুলে ধরতে চাই আমরা।'
প্রশ্নের মুখে দল নির্বাচন
ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের (DC) কাছে হারার পরে কলকাতা নাইট রাইডার্সের (KKR) দল নির্বাচন নিয়ে বিস্তর চর্চা চলছে। কেকেআরের একাদশ দেখে বিস্মিত যুবরাজ সিংহ (Yuvraj Singh)। কোন যুক্তিতে প্যাট কামিন্সকে একাদশের বাইরে রাখা হচ্ছে, তা নিয়ে জোরাল প্রশ্ন তুললেন ২০১১ সালের বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট।
অবাক যুবি
দিল্লির বিরুদ্ধে ফিরতি ম্যাচে কেকেআর চারজন বিদেশির কোটায় মাঠে নামায় অ্যারন ফিঞ্চ, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও টিম সাউদিকে। তার আগের ম্যাচেও কামিন্সের বদলে মাঠে নেমেছিলেন সাউদি। টিম সাউদিকে নিয়ে কোনও অভিযোগ না থাকলেও কামিন্সের মতো ম্যাচ উইনার ক্রিকেটারকে কলকাতার বসিয়ে রাখা নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন যুবি। তাঁর মতে, ২-৩টি ম্যাচে ব্যর্থ হলে চ্যাম্পিয়ন প্লেয়ারদের উপর আস্থা হারাতে নেই। কারণ কামিন্সের মতো ক্রিকেটাররা পরপর ২-৩টি ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।
বৃহস্পতিবারই যুবরাজ ট্যুইট করেন, ‘প্যাট কামিন্সকে বাইরে বসে থাকতে দেখে আমি অবাক! ওর কি কোনও চোট রয়েছে? বিশ্বমানের অলরাউন্ডার। হতে পারে কারও ২-৩টি ম্যাচ খারাপ গিয়েছে। তাই বলে আপনি আপনার ম্যাচ উইনারদের উপর বিশ্বাস রাখা ছেড়ে দেবেন? ওরা কিন্তু একটানা ৩টি ম্যাচ জেতাতেও পারে। তবে এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত।’