![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPl 2022: এবারই আইপিএলের মঞ্চে শেষবারের মতো দেখা হতে পারে এই তারকাদের
IPl 2022: আবার এমন অনেক ক্রিকেটারও রয়েছেন যাঁদের কাছে এটাই হয়ত শেষ আইপিএল (Ipl)। কেরিয়ারের গোধূলিতে এসে কোন কোন ক্রিকেটার এবার তাঁদের শেষ মরসুম খেলতে নামছেন।
![IPl 2022: এবারই আইপিএলের মঞ্চে শেষবারের মতো দেখা হতে পারে এই তারকাদের IPL 2022: List of Players Potentially Playing their Last IPL Season IPl 2022: এবারই আইপিএলের মঞ্চে শেষবারের মতো দেখা হতে পারে এই তারকাদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/26/7b2e2c70d91478bfcf8fb71103661495_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আজ থেকে শুরু হতে চলেছে ১৫ তম আইপিএলের আসর। প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছেন, যাঁরা প্রথমারের মতো এবার আইপিএলে দল পেয়েছেন। আবার এমন অনেক ক্রিকেটারও রয়েছেন যাঁদের কাছে এটাই হয়ত শেষ আইপিএল (Ipl)। কেরিয়ারের গোধূলিতে এসে কোন কোন ক্রিকেটার এবার তাঁদের শেষ মরসুম খেলতে নামছেন, তার একটা সম্ভাব্য তালিকায় করা যেতে পারে। সেই তালিকায় কে কে রয়েছেন, তা একবার দেখে নেওয়া যাক -
মহেন্দ্র সিংহ ধোনি
আইপিএলের অন্যতম সফল একজন অধিনায়ক। ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। সেই দলের নেতৃত্বভারও সামলেছেন। মোট ৪ বার চ্য়াম্পিয়ন করেছেন দলকে। ২ বার চ্যাম্পিয়ন্স লিগেও খেতাব ঘরে তুলেছে সিএসকে ধোনির নেতৃত্বে। চল্লিশ বছরের ধোনি ২ দিন আগেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। খুব সম্ভবত ক্রিকেটার হিসেবেও আইপিএলে এটাই শেষ মরসুম ধোনির।
ডোয়েন ব্র্যাভো
ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। বয়স ৩৮। গত বছরই নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে আসছেন। তবে আগামী মরসুম থেকে হয়ত আর দেখা নাও যেতে পারে ডিজে ব্র্যাভোকে।
ঋদ্ধিমান সাহা
বাংলার ঋদ্ধিমান সাহাও রয়েছেন এই তালিকায়। ভারতীয় টেস্ট দলের একসময়ের অটোমেটিক চয়েস ছিলেন পাপালি। কিন্তু এখন জাতীয় দলের গ্রহ থেকেও তিনি অনেক দূরে। এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলতে দেখা যাবে ঋদ্ধিকে। ৩৭ বছরের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটারের এবারের মরসুম কেমন যায়, তা দেখার।
তালিকায় রয়েছেন দীনেশ কার্তিকও। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক কার্তিক এই মরসুমে আরসিবির হয়ে খেলবেন। এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি। কিন্তু গত ২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের গ্রহের বাইরে রয়েছেন কার্তিক। আইপিএলও এবার শেষ মরসুম হতে পারে তামিল এই উইকেট কিপার ব্যাটারের।
মহম্মদ নবি
আফগানিস্তানের মহম্মদ নবিকে এবার নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৩৭ বছরের তারকা অলরাউন্ডার ২০১৭ সালে সানরাইজার্স শিবিরে যোগ দিয়েছিলেন। তবে এবারই তাঁর শেষ আইপিএল মরসুম হতে পারে।
আরো পড়ুন: আজ সিএসকে-কেকেআর ম্যাচে কেমন হতে পারে ২ দলের সম্ভাব্য একাদশ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)