IPL 2022: রান পেলেন না বাটলার, লখনউয়ের সামনে ১৭৯ রানের লক্ষ্যমাত্রা রাখল রাজস্থান
IPL 2022 RR vs LSG: ২ টো দলই এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলেছিল। ২ টো দলই প্লে অফের দৌড়ে রয়েছে। তবে রবিবারের ম্যাচ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জন্য় ভীষণই গুরুত্বপূর্ণ।
মুম্বই: রবিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants)। ২ টো দলই এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলেছিল। ২ টো দলই প্লে অফের দৌড়ে রয়েছে। তবে রবিবারের ম্যাচ রাজস্থান রয়্যালসের জন্য় ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ তাদের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। অন্যদিকে লখনউ সুপারজায়ান্টস ১৬ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। আর একটি জয় মানেই তারা পাকাপাকিভাবে প্লে অফে জায়গা করে নেবে। এই পরিস্থিতিতে এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান বোর্ডে তুলে নিল রাজস্থান শিবির।
ব্যর্থ বাটলার, রান পেলেন জয়সওয়াল
জস বাটলারের সঙ্গে এদিন ওপেনিংয়ে নেমেছিলেন জশস্বী জয়সওয়াল। এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাটলার। কিন্তু এদিন পারলেন না নিজের নামের প্রতি সুবিচার করতে। ৬ বলে মাত্র ২ রান করে ফিরে গেলেন আবেশ খানের বলে বোল্ড হয়ে। তবে জয়সওয়াল এদিন রান পেলেন। চলতি আইপিএলে রানের খরা চলছিলই। এদিন ২৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেললেন বাঁহাতি ওপেনার। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান জয়সওয়াল। সঞ্জু স্যামসন ৬টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৩২ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে নেমে ১৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন দেবদত্ত পড়িক্কল। ৫টি চার ও ২টো ছক্কা হাঁকান দেবদত্ত। রিয়ান পরাগ ১৯ ও জিমি নিশাম ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান বোর্ডে তুলে রাজস্থান রয়্যালস।
লখনউ বোলারদের মধ্যে ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন রবি বিষ্ণোই। এছাড়া একটি করে উইকেট নেন আবেশ খান, আয়ুশ বাদোনি ও জেসন হোল্ডার। এই ম্যাচ রাজস্থান রয়্যালস জিতলে কলকাতা নাইট রাইডার্সের জন্য প্লে অফের অঙ্ক আরও কঠিন হয়ে যাবে।