IPL 2022: আজ আইপিএলে মুখোমুখি মহারণে রাজস্থান-ব্যাঙ্গালোর, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IPL 2022: প্রথম দল পরপর ২ ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে এবার। নতুন ভাবে সাজানো রাজস্থান এবার ব্যাটিং, বোলিং সব বিভাগেই প্রতিপক্ষকে দারুণভাবে টেক্কা দিচ্ছে।
মুম্বই: আজ আইপিএলের ২২ গজে মুখোমুখি হতে চলেছে ২ রয়্যালস। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম দল পরপর ২ ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে এবার। নতুন ভাবে সাজানো রাজস্থান এবার ব্যাটিং, বোলিং সব বিভাগেই প্রতিপক্ষকে দারুণভাবে টেক্কা দিচ্ছে। তবে কম যায় না আরসিবিও। তারা যদিও ২ ম্যাচের মধ্যে একটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। এক ম্যাচ তাদের হারতে হয়েছে।
রাজস্থান রয়্যালস
সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান শিবিরকে এবার ভীষণ শক্তিশালী মনে হচ্ছে। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থানের হয়ে জস বাটলার সেঞ্চুরি হাঁকিয়েছে। ব্য়াটিং ডিপার্টমেন্টে সঞ্জু স্যামসন নিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন।
মুম্বই ম্যাচে জয়ের নায়ক জস বাটলার। প্রতিপক্ষ বোলিং আক্রমণে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) মতো বিশ্বের অন্যতম সেরা বোলার। রোহিত শর্মার (Rohit Sharma) মতো ধুরন্ধর অধিনায়ক। সর্বোপরি, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কিন্তু বিপক্ষকে কার্যত সাধারণের পর্যায়ে নামিয়ে আনলেন জস বাটলার (Jos Buttler)। ঝকঝকে সেঞ্চুরি করলেন। মাত্র ৬৬ বলে। এটাই এবারের আইপিএলের (IPL) প্রথম সেঞ্চুরি। ইনিংস ওপেন করতে নেমে ৬৮ বলে ১০০ রান করে আউট হলেন বাটলার। শেষ পর্যন্ত বুমরার বলেই আউট হন। তবে তার আগে যা ক্ষতি করার করে দিয়েছেন বাটলার। মুম্বইয়ের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৯৩/৮।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
উল্টোদিকে নিজেদের এবারের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে হারের সম্মুখিন হতে হয়েছিল ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন দলকে। ২০৫ রান বোর্ডে তুলেও হারতে হয় তাদের। তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল তারা।
কাদের ম্যাচ
কোথায় খেলা
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
কখন শুরু
সন্ধ্যা ৭.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে