IPL 2022 Update: আইপিএলের সব ম্যাচই কি মুম্বইয়ে? কী বলছে সূত্র?
IPL 2022 Update: বেঙ্গালুরুতে সেই নিলাম থেকেই আসন্ন মরসুমের জন্য নিজেদের দল গুছিয়ে নিয়েছে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। এবার টুর্নামেন্টে কোথায় কটি ম্য়াচ হবে, তার আভাসও পাওয়া গেল।

মুম্বই: কিছুদিন আগেই আইপিএলের মেগা নিলাম আয়োজিত হয়ে গিয়েছিল ২ দিন ধরে। বেঙ্গালুরুতে সেই নিলাম থেকেই আসন্ন মরসুমের জন্য নিজেদের দল গুছিয়ে নিয়েছে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। এবার টুর্নামেন্টে কোথায় কটি ম্য়াচ হবে, তারও আভাস পাওয়া গেল। সূত্রের খবর, আইপিএলে মোট ৫৫টি ম্যাচ হবে মুম্বইয়ে। পুণেতে হতে পারে ১৫টি ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই পাটিল স্টেডিয়াম - এই তিনটি ভেন্যুতে ৫৫টি ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এবং পুণের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরও ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বলে সূত্রের খবর।
এখনও পর্যন্ত কবে থেকে আইপিএল শুরু হবে, তা নিয়ে আলোচনা না হলেও মনে করা হচ্ছে যে আগামী ২৬ অথবা ২৭ মার্চ থেকে শুরু হতে পারে টুর্নামেন্ট। এখনও পর্যন্ত যা খবর, আগামী ২৯ মে শেষ হতে পারে আইপিএল। আগামী ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আসন্ন মরসুমে ২ টো দল আইপিএলে অতিরিক্ত দেখা যাবে। একটি হল হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্স ও আরেকটি কে এল রাহুলের লখনউ সুপারজায়ান্টস। ২০১৬ ও ২০১৭ সালে রাইজিং পুণে সুপারজায়েন্ট (Rising Pune Supergiant) টিম চালানো আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ লখনউ দলের মালিকানা নিয়েছে। এজন্য প্রায় ৭০৯০ কোটি টাকা ব্যয় করেছে এই গ্রুপ। গত অক্টোবর মাসেই লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনে নেয় তারা। এরপর আজ নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে দলের নাম ঘোষণা করা হয়।
মজার বিষয় হল, প্রথমে পুণে ফ্র্যাঞ্চাইজির নামও রাইজিং পুণে সুপারজায়েন্টস রেখেছিলেন আর-সঞ্জীব গোয়েঙ্কা। ২০১৭ সালে এই দল রানার আপ হয়। RPSG গ্রুপ সিদ্ধান্ত নিয়েছিলে, লখনউ দলের নামকরণের জন্য ফ্যানদের মতামত নেবে তারা। সেই অনুযায়ী সোমবার এক ভিডিও বার্তায় দলের নাম শেয়ার করেন সঞ্জীব গোয়েঙ্কা।




















