IPL 2022: ভোল পাল্টেছে ২ দলেরই, পাঞ্জাব-হায়দরাবাদ মুখোমুখি মহারণে কে এগিয়ে?
IPL 2022: সেই বছর খেতাব ঘরে তোলে তারা। এরপর ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hayderabad) নামে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় তারা।
মুম্বই: একটা দল ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন। আরেকটি দল প্রথমবার টুর্নামেন্টে খেতাব জয়ের লক্ষ্যে এবার ঢেলে সাজিয়েছে তাদের দল। ২০০৯ সালে ডেকান চার্জাস (Decan Chargers) ছিল হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির নাম। সেই বছর খেতাব ঘরে তোলে তারা। এরপর ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hayderabad) নামে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় তারা। অন্যদিকে পাঞ্জাব কিংস ২০০৮ সাল থেকে কিংস ইলেভেন পাঞ্জাব নামেই আইপিএলে খেলত। বিগত ২-৩ বছর ধরে ফ্র্যাঞ্চাইজি নাম বদলে পাঞ্জাব কিংস হয়েছে। কিন্তু তাদের ঘরে এখনও ঢোকেনি খেতাব। এবার তাই নিলাম থেকে অনেক তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে পাঞ্জাব।
মুখোমুখি মহারণ
মোট ম্য়াচ: এখনও পর্যন্ত মোট ১৮ বার দুই দল মুখোমুখি হয়েছে
সানরাইজার্স জয়ী: সর্বাধিক ১২ বার জয় পেয়েছে সানরাইজার্স
পাঞ্জাব কিংস জয়ী: ৬ বার জয় পেয়েছে পাঞ্জাব কিংস
শেষ ৫ বারের সাক্ষাতে ৩ বার জয় পেয়েছে সানরাইজার্স ও ২ বার জয় পেয়েছে পাঞ্জাব কিংস
২০২১ আইপিএলে দু বারের সাক্ষাতে একবার জয় পেয়েছে সানরাইজার্স ও একবার জয় পেয়েছে পাঞ্জাব কিংস
পয়েন্ট টেবিলে কে কোথায়?
৫ ম্যাচ খেলে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে পাঁচ নম্বরে রয়েছে ময়ঙ্ক অগ্রবালের পাঞ্জাব কিংস। অন্য়দিকে সানরাইজার্স হায়দরাবাদও পাঁছ ম্যাচ খেলে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে।
সানরাইজার্স হায়দরাবাদ
কমলা জার্সিধারী সানরাইজার্সের ওপেনার কেন উইলিয়ামসন শেষ ২ ম্যাচে রানে ফিরেছেন। তার মধ্যে একটি ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেছেন। আরেক ওপেনার অভিষেক শর্মা এই মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শুধুমাত্র ব্যর্থ হয়েছেন তিনি। মিডল অর্ডারে ধারাবাহিক ভাল পারফর্ম করছেন রাহুল ত্রিপাঠী। কেকেআরের বিরুদ্ধে জয়সূচক অর্ধশতরানের ইনিংস খেলেছেন সেই ব্যাটার। এছাড়া প্রোটিয়া তারকা এইডেন মার্করমও রান পেয়েছেন। বোলিং ডিপার্টমেন্টে উমরান মালিক এবার সানরাইজার্সের জার্সিতে সবচেয়ে বেশি নজর কেড়েছেন।
পাঞ্জাব কিংস
পাঞ্জাব কিংসের ব্যাটিং লাইন আপ এবার সবচেয়ে বেশি শক্তিশালী। ওপেনিংয়ে শিখর ধবন এসে দলের ভারসাম্য বাড়িয়ে দিয়েছেন। মিডল অর্ডারে শাহরুখ খান, ওডেন স্মিথ, লিয়াম লিভিংস্টোন ৩ জনেই দুর্দান্ত ছন্দে। স্লগ ওভারে মারমুখি মেজাজে ব্য়াটিং করছেন তারা। আগের ম্যাচে জনি বেয়ারস্টো ফিরেছেন স্কোয়াডে। ওপেনিং আরও শক্তিশালী হয়েছে। বোলিং ডিপার্টমেন্টে কাগিসো রাবাডা নেতৃত্বে দিচ্ছেন।