IPL 2022: ‘রোহিতের অনুরাগীরা শান্ত হও, আমি তোমাদের চেয়ে ওর বড় ভক্ত’, ক্ষোভ সামাল দিতে ট্যুইট সহবাগের
IPL 2022 News: মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের ক্ষোভ সামাল দিতে ফের ট্যুইট বীরেন্দ্র সহবাগের। তিনি গতকালের ট্যুইটের ব্যাখ্যা দিয়েছেন। নিজেকে রোহিত শর্মার ব্যাটিংয়ের অনুরাগী বলেছেন সহবাগ।
মুম্বই: গতকাল আইপিএল-এ (IPL 2022) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হারের পর কটাক্ষ করে ট্যুইট করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ওপেনার বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)। তিনি লেখেন, ‘মুখের গ্রাস কেড়ে নিল। সরি, বড়া পাও ছিনিয়ে নিল। প্যাট কামিন্স (Pat Cummins) ক্লিন হিটিংয়ের অসাধারণ নিদর্শন পেশ করল। ১৫ বলে ৫৬।’
মুম্বইয়ের সমর্থকদের ক্ষোভ
সহবাগের এই ট্যুইট ভালভাবে নেননি মুম্বইয়ের সমর্থকরা। তাঁরা ‘বড়া পাও’-এর তুলনা টানায় সহবাগের সমালোচনা শুরু করেন। এই ক্ষোভ সামাল দিতেই পাল্টা ট্যুইট করে মুম্বই ও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করলেন সহবাগ। তাঁর ট্যুইট, ‘মুম্বইয়ের জন্যই বড় পাওয়ের কথা উল্লেখ করেছিলাম। কারণ, মুম্বইয়ের মানুষ বড়া পাও খেতে ভালবাসেন। রোহিতের অনুরাগীরা শান্ত হও। আমি তোমাদের অনেকের চেয়েই রোহিতের ব্যাটিংয়ের বড় ভক্ত।’
কলকাতার কাছে হার মুম্বইয়ের
গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে মুম্বই। রোহিত ওপেন করতে নেমে ১২ বলে মাত্র ৩ রান করেন। সূর্যকুমার যাদব করেন ৫২ রান। তিলক বর্মা ৩৮ রান করে অপরাজিত থাকেন।
মাত্র ১৬ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর। কামিন্স মাত্র ১৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর বিধ্বংসী ইনিংসে ছিল ৬টি ছক্কা ও চারটি বাউন্ডারি। বেঙ্কটেশ আইয়ার ৫০ রান করে অপরাজিত থাকেন। মূলত কামিন্সের অসামান্য ব্যাটিংয়ের জন্যই সহজ জয় পায় কেকেআর।
একে ঘরের মাঠে কলকাতার কাছে হার, তার উপর বড়া পাও নিয়ে সহবাগের খোঁচা, তেলেবেগুনে জ্বলে ওঠেন মুম্বইয়ের সমর্থকরা। তাঁরা সহবাগকে পাল্টা আক্রমণ শুরু করেন। অনেকেই দাবি করেন, মুম্বই ও রোহিতকে এভাবে কটাক্ষ করতে পারেন না সহবাগ। কয়েকজন অবশ্য সহবাগের পাশেও দাঁড়ান। মুম্বইয়ের সমর্থকদের ক্ষোভ দূর করতেই ফের ট্যুইট করে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সহবাগ।