SRH vs RR, 1 Innings Highlight: সঞ্জু, দেবদত্তদের ব্যাটে ঝড়, বড় স্কোর খাড়া করল রাজস্থান
IPL 2022, SRH vs RR: অর্ধশতরান হাঁকান রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন
![SRH vs RR, 1 Innings Highlight: সঞ্জু, দেবদত্তদের ব্যাটে ঝড়, বড় স্কোর খাড়া করল রাজস্থান IPL 2022: RR given target of 211 runs against SRH in Match 5 at MCA Stadium SRH vs RR, 1 Innings Highlight: সঞ্জু, দেবদত্তদের ব্যাটে ঝড়, বড় স্কোর খাড়া করল রাজস্থান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/29/b5c633e31ccdba1d52e77725ef0f9613_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পুণে : জস বাটলারের (jos butler) সুবাদে ঝোড়ো শুরু, মাঝে অধিনায়ক সঞ্জু স্যামসন (sanju samson) ও দেবদত্ত পাড়িক্কালের (devdutta padikkal) দুরন্ত পার্টনারশিপ। যার জেরে বড় স্কোর খাড়া করল রাজস্থান রয়্যালস (rajasthan royals)। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১০ রান তুলল তারা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের (sunrisers hydrabad) অধিনায়ক কেন উইলিয়ামনসন (kane williamson)।
জস ও যশস্বী ঝোড়ো শুরুতে ৫৮ রানের ওপেনিং পার্টনারশিপ জোড়েন। তারপর একে একে যশস্বী জয়ওয়াল (২০) ও জস বাটলার (৩৫) ফিরে গেলে রাজস্থান ইনিংসে থিতু করানোর কাজ শুরু করে অধিনায়ক সঞ্জু স্যামসন ও দেবদত্ত পাড়িক্কল। দুরন্ত অর্ধশতরান হাঁকান সঞ্জু (৫৫), তাঁকে যোগ্য সঙ্গত করেন দেবদত্ত (৪১)। ২৭ বলে ৩ টি চার ও ৫ টি ছক্কার সাহায্যে ৫৫ রানের ইনিংস খেলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। শেষপর্বে সিমরণ হেটমায়ারের ঝোড়ো ৩২ রানের সুবাদে ২১০ রান খাড়া করে রাজস্থান।
হায়দরাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার, রোমারিও শেফার্ড একটি করে উইকেট। উমরান মালিক ও টি নটরাজন নিয়েছেন দুটি করে উইকেট।
View this post on Instagram
দেখুন- রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের লাইভ স্কোর আপডেটস
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)