IPL 2022 RR vs GT: কেমন হতে পারে আজকের ম্যাচে রাজস্থান ও গুজরাত দলের সম্ভাব্য একাদশ?
IPL 2022 RR vs GT: গুজরাত টাইটান্সের (Gujrat Titans) থেকে অনেকটাই এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থান বজায় রেখেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। গুজরাত টাইাটান্স পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে।
মুম্বই: ২ দলই সমসংখ্যক ম্যাচ খেলেছে। ২ দলের পয়েন্টই সমান। কিন্তু রান রেটের বিচারে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) থেকে অনেকটাই এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থান বজায় রেখেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সেখানে হার্দিকের গুজরাত টাইাটান্স পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে এই মুহূর্তে।
রাজস্থান রয়্যালস
আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রাজস্থান এই ম্য়াচেও একটু এগিয়ে থেকেই মাঠে নামবে। রয়্যাল চ্য়ালেঞ্জার্সের বিরুদ্ধের একমাত্র হার বাদ দিলে টুর্নামেন্টে ব্যাটিং- বোলিং কোনও বিভাগেই দুর্বল মনে হয়নি স্যামসন বাহিনীকে। দলে স্পিন বিভাগ শক্তিশালী হয়ে যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিন যোগ দেওয়ার পরে। পেস বিভাগে ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ দলের ভারসাম্য বাড়িয়েছেন। এছাড়াও ওপেনিংয়ে জস বাটলারের ধারাবাহিকতা রাজস্থানের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আজ যদিও রাজস্থান শিবিরে একটি পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে দেবদত্ত পড়িক্কলকে ওপেনিংয়ে নামানো হতে পারে বাটলারের সঙ্গে। যশস্বী জয়সওয়ালকে বসানো হতে পারে। জিমি নিশাম ঢুকে পড়তে পারেন প্রথম একাদশে।
গুজরাত টাইটান্স
নিজেদের শেষ ম্যাচে গুজরাতকে হারতে হয়েছে সানরাইজার্সের বিরুদ্ধে। ৮ উইকেটে কমলা জার্সিধারীরা জয় ছিনিয়ে নিয়েছিল হার্দিক পাণ্ড্যর দলের বিরুদ্ধে। গুজরাত শিবিরেরও শক্তি বোলিং ডিপার্টমেন্ট। পেস বিভাগে শামি, ফার্গুসনরা রয়েছেন। স্পিন বিভাগে রশিদ খান যে কোনও প্রতিপক্ষের কাছে আতঙ্ক। আগের ম্যাচে প্রথম স্পেলে দুর্দান্ত বোলিং করেছেন হার্দিক নিজেও। পাওয়ার প্লেতে বল করেছিলেন তিনি। ব্যাটিং ডিপার্টমেন্টে গিল-ওয়েড ওপেনিং জুটি গুজরাতকে প্রতি ম্যাচেই ভরসা জোগাচ্ছে।
সম্ভাব্য একাদশ ২ দলের
রাজস্থান রয়্যালস: জস বাটলার, দেবদত্ত পড়িক্কল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, নভদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল
গুজরাত টাইটান্স: ম্যাথু ওয়েড, শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পাণ্ড্য, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, রশিদ খান, লকি ফার্গুসন, মহম্মদ শামি, দর্শন নলকন্দে