IPL 2022: শার্দুলের ৪ উইকেট, পাঞ্জাবকে হারিয়ে প্লে অফের আরও কাছে দিল্লি
IPL 2022 DC vs PBKS: ব্যাট হাতে দুরন্ত অর্ধশতরান করেছিলেন মিচেল মার্শ। বল হাতে ৪ উইকেট তুলে নিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। রান পেলেন না বেয়ারস্টো, ধবন, লিভিংস্টোন।
মুম্বই: দুরন্ত জয় দিল্লি ক্য়াপিটালসের। পাঞ্জাব কিংসকে ১৭ রানে হারিয়ে প্লে অফের আরও কাছে চলে গেল ঋষভ পন্থের দল। ব্যাট হাতে দুরন্ত অর্ধশতরান করেছিলেন মিচেল মার্শ। বল হাতে ৪ উইকেট তুলে নিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। রান পেলেন না বেয়ারস্টো, ধবন, লিভিংস্টোন। এই হারের সঙ্গে সঙ্গে প্লে অফের সম্ভাবনাও প্রায় শেষ হয়ে গেল ময়ঙ্ক অগ্রবালের দলের। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট হয়ে গেল দিল্লির। এখনও একটি ম্যাচ বাকি।
১৪২ রানে আটকে গেল দিল্লি ক্য়াপিটালস
১৬০ রান তাড়া করে ব্য়াট করতে নেমেছিল দিল্লি ক্য়াপিটালস। আগের ২ ম্যাচে টানা অর্ধশতরান হাঁকানো জনি বেয়ারস্টো এদিনও দারুণ শুরু করবেন, এই আশাতেই বুক বেঁধেছিল পাঞ্জাব সমর্থকরা। শুরুটাও দারুণ করেছিলেন। কিন্তু ১৫ বলে ২৮ রান করে ফিরে গেলেন নোখিয়ার বলে আউট হয়ে। চারটে বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকান বেয়ারস্টো। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৯ রান করেন শিখর ধবন। তাঁকে ফিরিয়ে দেন শার্দুল ঠাকুর। পাঞ্জাবের মিডল অর্ডার এদিন পুরো ফ্লপ। ভানুকা রাজাপক্ষে মাত্র ৪ রান করে ফিরে যান। লিয়াম লিভিংস্টোনকে ফাঁদে ফেলে আউট করেন কুলদীপ যাদব। বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন, ব্যাট হাতেও মাত্র ৩ রান করেই প্য়াভিলিয়নে ফেরেন। অধিনায়ক ময়ঙ্ক তো খাতা খোলার আগেই অক্ষরের বলে বোল্ড হয়ে যান। লোয়ার অর্ডারে একটা মরিয়া চেষ্টা করেছিলেন জীতেশ শর্মা ও রাহুল চাহার। জীতেশ ৩টি বাউন্ডারি ও ২ টো ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৪৪ রান করে ফিরে গেলেন জীতেশ। রাহুল শেষ পর্যন্ত ২৪ বলে ২৫ রান করে অপরাজিত থেকে যান। ২টো বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি।
দিল্লি বোলারদের মধ্যে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর। ২টো করে উইকেট নেন অক্ষর পটেল ও কুলদীপ যাদব। ১ উইকেট নেন আনরিচ নোখিয়া।
ধারাবাহিক মার্শের দুরন্ত অর্ধশতরান
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক ময়ঙ্ক অগ্রবাল। প্রথম ওভারেই সবাইকে চমকে ময়ঙ্ক আক্রমণে নিয়ে আসেন লিয়াম লিভিংস্টোনকে। ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার এবারের আইপিএলে অসাধারণ ছন্দে রয়েছেন। ব্যাটে-বলে একেবারে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন। অধিনায়কের আস্থার অমর্যাদা করেননি লিভিংস্টোন। প্রথম বলেই ফিরিয়ে দেন ওয়ার্নারকে। সরফরাজ ও মিচেল মার্শ মিলে এরপর দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। অর্শদীপের বলে ১৬ বলে ৩২ রান করে আউট হন সরফরাজ খান। ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। মিচেল মার্শ ৪৮ বলে ৬৩ রান করেন। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান অজি অলরাউন্ডার।
এরপর ১টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়ে ২১ বলে ২৭ রান করেন। লোয়ার অর্ডারে অক্ষর পটেল ১৭ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫৯ রান বোর্ডে তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।